Advertisement
E-Paper

জাল নথি তৈরি করে মদ পাচার, গ্রেফতার

জাল নথি তৈরি করে মদ পাচারের অভিযোগে আবগারি দফতরের এক অবসরপ্রাপ্ত কর্তাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়িতে অভিযান চালিয়ে বিয়ারের বোতল ভর্তি ২৪০০টি বাক্স বাজেয়াপ্ত করল আবগারি দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৪ ০২:১১

জাল নথি তৈরি করে মদ পাচারের অভিযোগে আবগারি দফতরের এক অবসরপ্রাপ্ত কর্তাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়িতে অভিযান চালিয়ে বিয়ারের বোতল ভর্তি ২৪০০টি বাক্স বাজেয়াপ্ত করল আবগারি দফতর। জাল নথি তৈরি করে দুটি ট্রাকে চাপিয়ে ওই বিয়ারের বাক্সগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই নথিতে সই করার অভিযোগে শিলিগুড়ি থেকেই এক অবসরপ্রাপ্ত আবগারি কর্তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জেলা আবগারি দফতর। দফতর সূত্রের খবর, সিকিম থেকে অরুনাচলে বিয়ারের বোতলগুলি নিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। যে সংস্থার ট্রাকে বিয়ারের বোতলগুলি চাপানো হয়েছিল সেই সংস্থার এক কর্মীকেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধরা হয়।

আবগারি দফতরের জলপাইগুড়ি প্রিভেন্টিভ বিভাগের অতিরিক্ত কমিশনার পিটি ভুটিয়া, জলপাইগুড়ির আবগারি দফতরের অধীক্ষ্যক পিনাকী দাস এবং দার্জিলিং জেলার আবগারি অধীক্ষ্যক সুজিত দাস অভিযানে উপস্থিত ছিলেন। সুজিতবাবু বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। জাল নথি তৈরি করেই মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। আদৌও সিকিম থেকে অরুনাচলে মদ নিয়ে যাওয়া হয় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। কিছু অসঙ্গতি নজরে এসেছে। সব মিলিয়ে ২০ লক্ষ টাকারও বেশি মূল্যের বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে।” মঙ্গলবার রাতে শিলিগুড়ির সেবক রোডের দোমাইল এলাকায় একটি গাড়িতে বিয়ারের বোতল পাচার করার খবর পেয়ে দার্জিলিং জেলা আবগারি দফতর অভিযান চালায়। জলপাইগুড়ির আবগারি দফতরের আধিকারিকদেরও অভিযানে সামিল করা হয়।

forge documents liqour trafficking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy