খুব শীঘ্রই ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির একটি দল ভূটানে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাবে। ইস্টবেঙ্গলের উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে প্রীতি ম্যাচ খেলতে ভুটানের একটি কলেজের ফুটবল দল এসেছে। আজ, শুক্রবার জলপাইগুড়ির বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গনে ওই প্রদর্শনী ফুটবল ম্যাচ হবে। ফুটবলের মাধ্যমে দুই দেশের মৈত্রেয়ী দৃঢ় করাই এর উদ্দেশ্য। তার আগে এ দিন স্বাগত জানানো হয় ভুটানের দলটিকে। দুই দেশের ফুটবল দলের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। সেখানেই ভুটানের গেডু কলেজের ওই প্রতিনিধি দলটি জানিয়ে দেয় তারা খেলে যাওয়ার পর দেশে ফিরে একই রকম প্রীতি ম্যাচের আয়োজন করবেন। ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমি দলকে তারা আমন্ত্রণ জানাবেন। দুই দেশের মৈত্রেয়ী দৃঢ় করা ছাড়াও উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতেও বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রতিনিধি দলকেও তারা ওই খেলার সময় আমন্ত্রণ করবেন।