Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টোকাটুকি রুখতে চিহ্নিত ১১টি স্পর্শকাতর কেন্দ্র

উচ্চ মাধ্যমিকে গণ টোকাটুকি রুখতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ১১টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১৩ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রের খবর, জেলা পুলিশ ও প্রশাসনের রিপোর্ট ও সংসদের অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে এবছর ইসলামপুর মহকুমার ইসলামপুর, চোপড়া, করণদিঘি ও গোয়ালপোখর-২ ব্লকের ১১টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০২:৩৭
Share: Save:

উচ্চ মাধ্যমিকে গণ টোকাটুকি রুখতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ১১টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১৩ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রের খবর, জেলা পুলিশ ও প্রশাসনের রিপোর্ট ও সংসদের অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে এবছর ইসলামপুর মহকুমার ইসলামপুর, চোপড়া, করণদিঘি ও গোয়ালপোখর-২ ব্লকের ১১টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন থাকবে।

উচ্চ মাধ্যমিক

ইসলামপুর মহকুমার ১১টি পরীক্ষাকেন্দ্র স্পর্শকাতর কেন্দ্র।

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে পর্যাপ্ত পুলিশ প্রহরা।

ছয় থেকে সাতটি সিসি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।

প্রয়োজনে ভিডিও ফুটেজ সরাসরি পাঠানো হবে কলকাতায় সংসদের অফিসে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশও।

সদ্য শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও বাইরে থেকে নকল সরবরাহ ও গণটোকাটুকি রুখতে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলির ভিতরে ও বাইরে ৬ থেকে ৭টি করে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ। প্রশাসনের সহযোগিতায় ইসলামপুরের মহকুমাশাসকের দফতরের অস্থায়ী মনিটরিং রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষাপর্ব চলাকালীন এই পরীক্ষা কেন্দ্রগুলির ভিতর ও বাইরে ভিডিও ফুটেজ দেখে নজরদারি চালাবেন সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। প্রয়োজনে সার্ভারের মাধ্যমে সেই ভিডিও ফুটেজ সরাসরি কলকাতায় সংসদের সদর দফতরে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।

২০১২ এবং এর পরবর্তী বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের একাধিক পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ রুখতে গিয়ে পরীক্ষার্থীদের অভিভাবক ও পরিচিতদের একাংশের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সংঘর্ষে পুলিশ ও প্রশাসনের একাধিক কর্তা জখম হওয়ার পাশাপাশি পুলিশের একাধিক গাড়িও ভাঙচুর হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সীমানা পাঁচিল, ছাদ ও কার্নিসে উঠে পরীক্ষার্থীদের অভিভাবক ও পরিচিতদের পরীক্ষাকেন্দ্রের ভিতরে নকল ছুঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবছর মাধ্যমিক পরীক্ষায় নকল সরবরাহ ও গণটোকাটুকি রুখতে ইসলামপুর মহকুমার ১৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছিল পর্ষদ কর্তৃপক্ষ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভিতরে ও বাইরে একাধিক সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি চালান পর্ষদ, পুলিশ ও প্রশাসনের কর্তারা।

সদ্য শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার পর্ষদ নিযুক্ত জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক ব্যোমকেশ বর্মনকে এবছর সংসদ কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিকের জেলা উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। তাঁর দাবি, সিসি ক্যামরা বসিয়ে আধুনিক পদ্ধতিতে নজরদারির জেরে এবছর জেলায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষাকেন্দ্রে বাইরে থেকে নকল সরবরাহ ও গণটোকাটুকির ঘটনা ঘটেনি। দুএকটি পরীক্ষাকেন্দ্রে বাইরে থেকে নকল সরবরাহের চেষ্টা হলেও পুলিশের সক্রিয়তায় তা রোখা সম্ভব হয়েছে। ব্যোমকেশবাবুর কথায়, মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞতাকে মাথায় রেখে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও বাইরে থেকে নকল সরবরাহ ও গণটোকাটুকি রুখতে একই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, গত কয়েক বছর ধরে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইসলামপুর মহকুমার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একইভাবে বাইরে থেকে নকল সরবরাহ ও গণটোকাটুকির ঘটনা ঘটে। তবে মাধ্যমিক পরীক্ষার মতো পুলিশ সেভাবে তা রোখার চেষ্টা না করায় বড় কোনও গোলমালের ঘটনা ঘটেনি। তবে এবছর অবশ্য পুলিশ নির্বিঘ্নে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, “বাইরে থেকে নকল সরবরাহ রুখতে প্রতিটা পরীক্ষাকেন্দ্রে সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে। পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। ফলে কাউকে ওই এলাকার মধ্যে জমায়েত করতে দেওয়া হবে না।”

সংসদ সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইসলামপুর মহকুমার যে ১১টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল- ইসলামপুর ব্লকের শ্যামাপ্রসাদ স্মৃতি গার্লস হাইস্কুল, চোপড়া ব্লকের লক্ষ্মীপুর হাইস্কুল, বাচ্চামুন্সি হাইস্কুল, করণদিঘি ব্লকের ডালখোলা গার্লস হাইস্কুল, আব্দুলপুর হাইস্কুল, গোয়ালপোখর-২ ব্লকের কানকি শ্রী জৈন হাইস্কুল, সৈয়দপুর বামনটলি হাইস্কুল, মনোরা হাইস্কুল, চাকুলিয়া হাইস্কুল, সূর্যাপুর হাইস্কুল, ও রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুল।

এবছর জেলার ৮৭টি পরীক্ষাকেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৯২২ জন। তাঁদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ১২ হাজার ২৯৪ ও ১৪ হাজার ৬২৮ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raiganj sensitive centre higher secondary exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE