বেসরকারি উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ডেন্টাল কলেজ তৈরির প্রক্রিয়া শুরু হল। গত শনিবার শহরের অনতিদূরে ডাঙা অঞ্চলের চকশ্রীধর মৌজায় প্রায় সাড়ে ৫ একর জমির উপর ডেন্টাল কলেজের শিলান্যাস করেন ভারতসেবাশ্রম সঙ্ঘের স্বামী বৈবস্বতাজী মহারাজ। উপস্হিত ছিলেন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী, রাজ্যের ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধি শ্যামলকান্তি সাহা, কলকাতা মেডিক্যাল কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ দিলীপ রায়ও। বালুরঘাট কলেজ ফর মেডিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে ওই কলেজ। ট্রাস্টের সভাপতি নবকুমার দাস জানান, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১০০ জন পড়ুয়াকে নিয়ে ডেন্টাল কলেজের পঠনপাঠন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যের ডেন্টাল কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগে অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁচতলা বিশিষ্ট ডেন্টাল কলেজটি তৈরি করতে খরচ ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।