Advertisement
১৮ এপ্রিল ২০২৪

তৃণমূল নেতার গাড়িতে বোমা

তৃণমূল ব্লক সভাপতির গাড়ি লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার রাত ১১টা নাগাদ চাঁচল-আশাপুর রাজ্য সড়কের খরবায় মজিবর রহমানের গাড়ি লক্ষ করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৪ ০১:৪৮
Share: Save:

তৃণমূল ব্লক সভাপতির গাড়ি লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার রাত ১১টা নাগাদ চাঁচল-আশাপুর রাজ্য সড়কের খরবায় মজিবর রহমানের গাড়ি লক্ষ করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় খরবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেসি প্রধান সহ ৬ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে তৃণমূল। ২ জন ‘এমসিসি স্কোয়াড’ নির্বাচনী আচরণবিধি পরিদর্শনকারী দলের সদস্য বলে জানা গিয়েছে।

সোমবার রাতে খরবায় কর্মিসভা সেরে ব্লক নির্বাচনী কমিটি চেয়ারম্যান শচ্চিদানন্দ চক্রবর্তীকে নিয়ে রাতে নিজে গাড়ি চালিয়ে চাঁচলে ফিরছিলেন ব্লক তৃণমূল সভাপতি মজিবর রহমান। খরবায় চালকল পেরিয়ে কিছুটা এগোতেই উল্টো দিক থেকে আসা ৩ বাইকের একটি থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমাটি রাস্তায় পড়ে রাস্তায় ফেটে যায়। ঘটনার পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁচলের এসডিপিও। এসডিপিও পিনাকী রঞ্জন দাস বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বোমার টুকরো উদ্ধার করেছে। কারা ওই ঘটনায় জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে।”

কংগ্রেসী প্রধান মহবুবুল হক ছাড়াও এমসিসির দুই সদস্য আবু বক্কর সিদ্দিকী, মহম্মদ মুস্তাকিন, ৩ কংগ্রেস কর্মী বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আবু বক্কর বলেন, “এলাকায় একটি সভা ছিল। সেই সভায় নজরদারির জন্য ছিলাম। রাত ৮টায় সভা শেষে বাড়ি চলে যাই। কেন যে আমাদের নাম জড়ানো হল বুঝতে পারছি না।” কংগ্রেস নেতা মহবুবল হক বলেন, “খরবায় তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। নিজেরাই বোমা ফাটিয়ে কংগ্রেসিদের ফাঁসাতে চাইছে।” এ দিকে, ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের গোপালপুর গ্রামের বাসিন্দা আনসার আলি জানান, “বিকট শব্দে বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। তার পরেই বোমার কথা জানা যায়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc leader congress bomb car chanchal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE