Advertisement
২০ এপ্রিল ২০২৪

তৈরি হয়েও পড়ে রয়েছে বাস টার্মিনাস

এক বছর আগে শেষ হয়েছে বাস টার্মিনাস তৈরির কাজ। কিন্তু এখনও তা চালু না হওয়ায় ভোগান্তি অব্যাহত বীরপাড়ার বাসিন্দাদের। যানজটে নাকাল বাসিন্দারা এবার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। বীরপাড়ার বাসিন্দাদের অভিযোগ, সারা দিনে প্রায় দুশো’টি বাস রাস্তার ধারে দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো চলে। তাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়।

নিলয় দাস
বীরপাড়া শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০২:২৩
Share: Save:

এক বছর আগে শেষ হয়েছে বাস টার্মিনাস তৈরির কাজ। কিন্তু এখনও তা চালু না হওয়ায় ভোগান্তি অব্যাহত বীরপাড়ার বাসিন্দাদের। যানজটে নাকাল বাসিন্দারা এবার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।

বীরপাড়ার বাসিন্দাদের অভিযোগ, সারা দিনে প্রায় দুশো’টি বাস রাস্তার ধারে দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানো চলে। তাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়। দীর্ঘ দিন ধরে ভুক্তভোগী বাসিন্দারা আলাদা বাস স্ট্যান্ড তৈরির দাবি করে আসছিলেন। ২০১০ সালে বহু আবেদন নিবেদনের পর তৎকালীন রাজ্য সরকারের পরিবহন দফতর ২৪ লক্ষ টাকা বরাদ্দ করে। বীরপাড়া চা বাগানের তিন একর জমিতে ওই বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়। এক বছর আগে কাজ শেষ হলেও স্ট্যান্ডটি আজও চালু না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে নানান মহলে। মাদারিহাটের আর এস পি বিধায়ক কুমারী কুজুর বলেছেন, এই সরকার বাসস্ট্যান্ড চালু করার ক্ষেত্রে কোনও রকম আগ্রহ দেখাচ্ছে না। বার বার আমি বিষবটি নিয়ে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।”

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বাজারের ধারে পূর্ত সড়কের উপর অস্থায়ী ওই বাসস্ট্যান্ডটি রয়েছে। এক দশক আগে সারা দিনে পঞ্চাশটি গাড়ি থেকে যাত্রী ওঠা নামা করত। লোক তুলনামূলক কম থাকায় যানজটের সমস্যা তেমন ছিল না। কিন্তু এখন লোক সংখ্যার পাশাপাশি বাসের সংখ্যাও কয়েকগুণ বেড়েছে। অস্থায়ী বাস স্ট্যান্ডের পাশে রয়েছে রেল গেট। কয়েক বছর আগে মিটার গেজ থেকে রেল পথ টি ব্রডগেজে রূপান্তরিত করা হয়। ব্রডগেজ লাইন দিয়ে সারাদিন ঘন ঘন ট্রেন চলাচল করায় কিছুক্ষণ অন্তরই রেলগেট বন্ধ হয়ে যায়। তখন যানজট আরও তীব্র আকার ধারণ করে। অস্থায়ী স্ট্যান্ডের আশেপাশে শৌচাগার নেই। বর্ষা কালে মাথা গোঁজার মত শেড না থাকায় যাত্রীদের নাকাল হতে হয়। সেক্ষেত্রে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরির পরেও কেন প্রশাসন উদ্যোগ নিয়ে সেটির উদ্বোধন করছে না তার সদুত্তর মিলছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

বাসস্ট্যান্ড চালু না হওয়ায় ক্ষুব্ধ আরএসপি নেতা গোপাল প্রধান বলেছেন, “মানুষের দাবিকে মর্যাদা দিয়ে বাম আমলে টাকা বরাদ্দ হয়। কিছু কাজ এখনও বাকি রয়েছে। কিন্তু বর্তমান রাজ্য সরকারের সে বিষয়ে কোনও হেলদোল নেই। যে ভাবে সবাই নাকাল হচ্ছেন তাতে আন্দোলনে নামা ছাড়া বিকল্প উপায় নেই আমাদের।” তৃণমূল নেতা প্রশান্ত নাহা বলেছেন, “বিষয়টি ফের প্রশাসনের কর্তাদের বলব।”

তবে কাজ শেষ হলেও বাস মালিকরা নতুন ওই স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে রাজি হচ্ছেন না বলে বীরপাড়া-মাদারিহাটের বিডিও পেম্বা শেরপা জানিয়েছেন। বাসস্ট্যান্ড চালু করতে খুব শীঘ্রই তাঁরা বাস মালিকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি। বিডিও-র কথায়, “স্ট্যান্ডের সমস্ত কাজ শেষ হয়েছে। তবে মালিকরা কিছু কারণ দেখিয়ে এখন সেখানে বাস দাঁড় করাবেন না বলে জানিয়েছেন। বিষয়টি আমরা দেখছি।”

বীরপাড়ার বাস মালিক সংগঠনের সহ-সভাপতি মতি খান অবশ্য বলেছেন, “ওই স্ট্যান্ডে বিদ্যুৎ নেই। দু’টির জায়গায় মাত্র একটি পথ থাকায় সমস্যা রয়েছে। পাঁচিল না থাকায় নিরাপত্তার অভাব রয়েছে। এমনকী বেশি লোকজন বসার মতো ব্যবস্থা ও পর্যাপ্ত জায়গা জুড়ে শেড না থাকায় এখনই বাস দাঁড় করাতে পারব না বলে আপত্তি জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

niloy das birpara bus terminus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE