অন্য স্কুল পড়ুয়াদের সঙ্গে প্রতিবন্ধী শিশু-কিশোরদেরও কাঁধে কাঁধ মিলিয়ে প্রকৃতি পাঠের আয়োজন করল শিলিগুড়ি লাগোয়া শালুগাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি ‘নর্থবেঙ্গল কাউন্সিল ফর ডিসেবলড’ সংগঠনটিরই একটি অন্যতম প্রতিষ্ঠান। শনিবার ডুয়ার্সের সেবক লাগোয়া মংপংয়ে চার দিনের এই শিবিরটি শুরু হয়েছে। শিবিরে প্রতিষ্ঠানের মোট ৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া ছাড়াও যোগ দিয়েছে শিলিগুড়ি লাগোয়া বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও ৩৫জন পড়ুয়া। এই কদিনে তাদের সাবলম্বী করে তোলবার চেষ্টা চলবে বলে জানান প্রশিক্ষক অশোক নন্দী। তিনি জানান ৮-২০ বছর বয়সের পড়ুয়ারা শিবিরে রয়েছেন।