Advertisement
২১ মে ২০২৪

পর্যটন মেলায় খেতাব জয় রাজ্যের

বেসরকারি উদ্যোগে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ‘ট্রাভেল টুরিজম ফেয়ার বা টিটিএফ’-এ পুরষ্কৃত হল রাজ্য পর্যটন দফতর। সেই সঙ্গে রাজ্যের একটি বেসরকারি পর্যটন সংস্থাও একটি বিভাগে সেরার খেতাব পেয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ০১:২০
Share: Save:

বেসরকারি উদ্যোগে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ‘ট্রাভেল টুরিজম ফেয়ার বা টিটিএফ’-এ পুরষ্কৃত হল রাজ্য পর্যটন দফতর। সেই সঙ্গে রাজ্যের একটি বেসরকারি পর্যটন সংস্থাও একটি বিভাগে সেরার খেতাব পেয়েছে। আহমেদাবাদে গুজরাত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে গত ২২ অগস্ট তিনদিনের ওই পর্যটন মেলা শুরু হয়েছিল। রবিবার বিকালে মেলা শেষ হয়। দেশের ২০টি রাজ্যের পর্যটন দফতর এবং বিভিন্ন পর্যটন সংস্থা মেলায় অংশ নিয়েছিল। এদিন সন্ধ্যায় সামগ্রিক বিচারে রাজ্য পর্যটন দফতর দুর্গোপুজোকে থিম করে ‘বেস্ট স্টল ডিজাইনিং’ এবং ইস্ট উইন্ড হলিডে ট্যুরস (পি) লিমিটেড ‘বেস্ট প্রিন্ট ম্যাটেরিয়াল ইন প্রোমোশন অব ট্যুরিজম’ পুরস্কার পেয়েছে।

রাজ্যর পর্যটন দফতরের অধিকর্তা উমাপদ চট্টোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাকে দেশের সামনে তুলে ধরতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন মেলায় অংশগ্রহণ, রোডশো, সেমিনারে যোগদান এরমধ্যে অন্যতম। গুজরাতের মেলায় আমরা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে সামনে রাখে প্রচার করেছিলাম।” সরকারি সূত্রের খবর, স্টল জুড়ে দুর্গাপ্রতিমা, পুরুলিয়ার ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুর বধ দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল। সেই সঙ্গে ডুয়ার্স, দার্জিলিং, সুন্দরবন-সহ রাজ্যের বিভিন্ন পর্যটক আকর্শনের কেন্দ্রকে তুলে ধরা হয়েছিল। আলাদা করে একটি রোডশো-র ব্যবস্থাও করে পর্যটন দফতর। থিম ছিল ‘ডেস্টিনেশন ওয়েস্টবেঙ্গল’।

মেলায় অংশ নেওয়া রাজ্যের পর্যটন সংস্থা ইস্ট উইন্ডের থিম ছিল ‘ইস্ট হিমালয়া’। সেখানে ভুটান, নেপাল থেকে শুরু করে দার্জিলিং, সিকিম-সহ হিমালয়ান রেঞ্জের পর্যটনের প্রচার করা হয়। সংস্থার তরফে সম্রাট সান্যাল জানান, বাঙালিদের পর দেশে গুজরাতি পর্যটকদের সংখ্যাই সবথেকে বেশি। সেই দিকটি মাথায় রেখেই হিমালয় সম্পর্কে নানান তথ্য সম্বৃদ্ধ ব্রোসিওর, পুস্তিকা ও লিফলেট তৈরি করা হয়েছিল। পুরস্কারের পাশাপাশি ভাল সাড়াও মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tourism fair west bengal prize won siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE