Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পরপর তিনটি খুন, পুলিশের ভূমিকায় ক্ষাভ

এক সপ্তাহের মধ্যে পর পর তিনটি খুনের ঘটনা ঘটলেও অভিযুক্তরা সকলে ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে ইসলামপুর মহকুমায়। শুক্রবার দুপুরে এক সারের ব্যবসায়ীর খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মনোরঞ্জন অধিকারী (৫৮)। তাঁর বাড়ি ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লি এলাকাতে। তাঁর বাড়িতেই সারের দোকান রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৪
Share: Save:

এক সপ্তাহের মধ্যে পর পর তিনটি খুনের ঘটনা ঘটলেও অভিযুক্তরা সকলে ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে ইসলামপুর মহকুমায়। শুক্রবার দুপুরে এক সারের ব্যবসায়ীর খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মনোরঞ্জন অধিকারী (৫৮)। তাঁর বাড়ি ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লি এলাকাতে। তাঁর বাড়িতেই সারের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,এদিন দুপুরে ওই ব্যবসায়ী দোকানে ছিলেন। তাঁর মা বাড়ির উঠোনে কল থেকে জল নিচ্ছিলেন। গ্রাহক সেজে আসা এক দুষ্কৃতী মনোরঞ্জনবাবুর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এর পরই মনোরঞ্জন বাবু বাঁচার জন্য বাইরে ছুটে যান। ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। ইসলামপুরের এসডিপিও বৈভব তেওয়ারি বলেন, “এক ব্যবসায়ী খুনের ঘটনার খবর পেয়ে তদন্ত হচ্ছে।”

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অত্যন্ত মিশুকে লোক ছিলেন মনোরঞ্জন বাবু.তার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্রী ও ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। দুদিন আগেই মায়ের সঙ্গে মামা বাড়িতে গিয়েছে তারা। এদিন বাড়িতে ছিলেন মনোরঞ্জন বাবু। তাঁর মা স্নেহলতা অধিকারী সম্প্রতি তাদের বাড়িতে এসেছিলেন। যদিও স্নেহলতা দেবী জানিয়েছেন, প্রায় এক ঘন্টা ধরেই দোকানে ছিল ওই যুবক। নানা জিনিস হাতিয়ে দেখছিল। মনোরঞ্জন বাবু দোকানের সামনে জল দিয়ে দোকানের ভিতরে গিয়ে বসেন। সেখানেই ঘটনা ঘটে।

গত এক সপ্তাহের মধ্যে পর পর তিনটি খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডান বাম সব রাজনৈতিক দলই। এমনকি নিহতের বাড়িতেই পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়েন ইসলামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল। ইসলামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বলেন, “এক সপ্তাহের মধ্যে তিনটি খুনের ঘটনা ইসলামপুর শহরে এর আগে ঘটেনি। পুলিশের ভূমিকা ঠিক নেই বলে অভিযোগ রয়েছে।” সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য বিকাশ দাস বলেন, শহরে আতঙ্ক বাড়ছে। বিজেপির ইসলামপুর ব্লক সভাপতি সুরজিৎ সেন জানান, পুলিশকে সক্রিয় হতে হবে। তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি মেহেতাব চৌধুরী বলেন, “ইসলামপুর শহরে নিরাপত্তার বিষয়টিতে আরও সক্রিয় হওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২২ ফেব্রুয়ারি ধনতলা এলাকা থেকে রুইয়া এলাকাতে বাড়ি ফেরার এক ব্যবসায়ী ও তার লোকেদের পথ আটকায় এক দল দুষ্কৃতী। জাসির হুসেন(২৫) নামে মুদি ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে দুষ্কৃতীরা। ২৫ ফেব্রুয়ারি চিকিৎসকের চেম্বার থেকে বাড়ি ফেরার সময় ইসলামপুর থানার কলেজপাড়া এলাকাতে বাড়ির গেটের কাছে ইসলামপুর আদালতের এক মুহুরিকে সামনে থেকেই গুলি করে এক দু্ষ্কৃতী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder islampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE