Advertisement
E-Paper

বিশ্ববিদ্যালয় চত্বর দাপাল বহিরাগতরাই

দিনভর নাটকের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হল। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে সারাদিনই চলল বহিরাগতদের দাপাদাপি। শাসক দলের বহিরাগতরা এলাকায় পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালেও নিরপেক্ষ ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট সলিডারিটির এক সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রদীপন গঙ্গোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয় চত্বরে বিনা পরিচয়পত্রে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। অবশ্য সন্ধ্যায় ব্যক্তিগত জামিনে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৫ ০২:১০
গ্রেফতার করা হচ্ছে স্টুডেন্ট সলিডারিটির নেতা প্রদীপন গঙ্গোপাধ্যায়কে। ছবি: বিশ্বরূপ বসাক।

গ্রেফতার করা হচ্ছে স্টুডেন্ট সলিডারিটির নেতা প্রদীপন গঙ্গোপাধ্যায়কে। ছবি: বিশ্বরূপ বসাক।

দিনভর নাটকের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হল। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে সারাদিনই চলল বহিরাগতদের দাপাদাপি। শাসক দলের বহিরাগতরা এলাকায় পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়ালেও নিরপেক্ষ ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট সলিডারিটির এক সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রদীপন গঙ্গোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয় চত্বরে বিনা পরিচয়পত্রে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। অবশ্য সন্ধ্যায় ব্যক্তিগত জামিনে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের দাবি, বিনা পরিচয়পত্রে প্রবেশ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শিলিগুড়ি পুলিশের কমিশনার জগমোহন বলেন, “গোটা মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ভাল কাজ করেছে। একজনকে গ্রেফতার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।” এ দিন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন এসিপি পশ্চিম মানবেন্দ্র দাস সহ মাটিগাড়া থানার ওসি বাসুদেব সরকার সহ পুলিশ বাহিনী। ছাত্র পরিষদের পক্ষ থেকে নিরাপত্তার অভাবেই মনোনয়ন তুলে নেওয়া হল বলে দাবি করা হয়েছে। স্টুডেন্ট সলিডারিটির পক্ষ থেকেও একই দাবি তোলা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে স্টুডেন্ট সলিডারিটির পক্ষ থেকে তাঁদের এক প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে মাটিগাড়া থানায় দুই তৃণমূল ছাত্র পরিষদ নেতার নামে অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশের পক্ষ থেকে তাঁদের কোনও রকম সাহায্য করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এদিন অভিযুক্তদেরও সারাদিনই মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।

মনোনয়ন প্রত্যাহার চলাকালীন অপহৃত ছাত্র গুঞ্জন রানার মুক্তির দাবিতে অনশনে বসে ছাত্র সলিডারিটি, সদস্যরা। মনোনয়ন প্রত্যাহার শেষ হওয়ার কিছুক্ষণ পর সে ফিরে আসে। তারপরে অবশ্য আরও কিছুক্ষণ ধরণায় বসেন তাঁরা। পরে অনশন প্রত্যাহার করে নেওয়া হয়। দুপুর দুটোয় চূড়ান্ত মনোনয়ন পত্রের তালিকা টাঙিয়ে দেওয়ার পর পটকা ফাটিয়ে জয়োল্লাসে মাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। তাঁদের দাবি তাঁরা ৩৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাস জলপাইগুড়িতেও তাঁরা ৮টি আসনে মনোনয়ন দিয়েছিলেন একভাবে। এর মধ্যে একটি মনোনয়ন বাতিল হয়ে যায়। বাকি ৭ টিতেই তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। ছাত্র পরিষদ ১২ টি স্টুডেন্ট সলিডারিটি ৪ টি আসনে জয়ী হয়েছে বলে তাঁদের দাবি। আগামী ৯ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন হবে।

north bengal university siliguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy