Advertisement
১৭ মে ২০২৪

ভাইচুংয়ের জয় নিশ্চিত হবে সমতলে, দাবি

দার্জিলিং লোকসভা আসনে পাহাড়ে কী হবে তা নিয়ে তৃণমূলের অন্দরেও নানা আলোচনা চলছে। তাই এই আসনে তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার জয় নিশ্চিত করতে সমতল থেকেই তাঁকে অন্তত ৭৫ হাজার ভোটে এগিয়ে দেওয়ার লক্ষ্য ঠিক করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার সেবক রোডের দুই মাইলে মাড়ওয়াড়ি ভবনে দলের এক সভায় সে কথা জানিয়ে কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন গৌতমবাবু।

কর্মিসভায় বক্তৃতা করছেন মন্ত্রী গৌতম দেব। ছবি: বিশ্বরূপ বসাক।

কর্মিসভায় বক্তৃতা করছেন মন্ত্রী গৌতম দেব। ছবি: বিশ্বরূপ বসাক।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০১:২৬
Share: Save:

দার্জিলিং লোকসভা আসনে পাহাড়ে কী হবে তা নিয়ে তৃণমূলের অন্দরেও নানা আলোচনা চলছে। তাই এই আসনে তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার জয় নিশ্চিত করতে সমতল থেকেই তাঁকে অন্তত ৭৫ হাজার ভোটে এগিয়ে দেওয়ার লক্ষ্য ঠিক করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার সেবক রোডের দুই মাইলে মাড়ওয়াড়ি ভবনে দলের এক সভায় সে কথা জানিয়ে কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন গৌতমবাবু। সমতলে শিলিগুড়ির ৩ টি বিধানসভা এলাকা দার্জিলিং লোকসভা আসনের অন্তর্গত। সেগুলি হল শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র। সঙ্গে চোপড়া বিধানসভা কেন্দ্রটি রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে। কর্মীদের উদ্দেশ্যে এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে বলতে শোনা যায়, “দার্জিলিং লোকসভা আসনে জেতা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সমতলের প্রতিটি বিধানসভা আসন থেকে বেশি ভোট নিয়ে আমাদের ৭০ থেকে ৭৫ হাজার ভোটে এগিয়ে থাকতে হবে। সমতল থেকে ওই ভোটে এগিয়ে থাকলে পাহাড়ে কিছু কম ভোট মিললেও বিমল গুরুঙ্গদের সাধ্য নেই ভাইচুং ভুটিয়াকে হারানোর।”

এ দিন মূলত শিলিগুড়ির ৩৬ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে দলের সভা হয়। ওই এলাকা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেই সঙ্গে এলাকাটি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত। দার্জিলিঙের পাশাাপশি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজয় কৃষ্ণবর্মনকে জেতানোর জন্যও কর্মীদের সব কাজ ফেলে প্রচারে নেমে পড়তে বলেন। মন্ত্রী বলেন, “জলপাইগুড়ির প্রার্থীকে জেতাতে আমার বিধানসভা এলাকা থেকে অন্তত ৩০ হাজার ভোটে তাঁকে এগিয়ে দিতে হবে। দলের নেতা কর্মীদের উদ্দেশে বলেন, “যাঁরা যে ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সেখানেই প্রচার করুন। আপনাদের কাছে অনুরোধ এখন সব কাজ বাদ দিয়ে প্রচারে যান। হেঁটে এলাকা ঘুরে বাসিন্দাদের বাড়িতে যান। প্রতিটি পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে দেখা করুন। কারও সঙ্গে দেখা না হলে পরে গিয়ে দেখা করুন। আমরা কী কী কাজ করেছি তাঁদের বলুন। কেউ কোনও সমস্যার কথা বললে লিপিবন্ধ করুন। পরবর্তীতে সে সব সমস্যা আমাদের মেটাতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri goutam deb loksabha bhaichung bhutia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE