Advertisement
১০ জুন ২০২৪

ভাইপোকে খুন, কাকা-সহ চার জনকে সাজা

ভাইপোকে খুন করার ঘটনায় কাকা সহ পরিবারের চার জনকে ৭ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক, দ্বিতীয় আদালত) এর বিচারক জাহাঙ্গির কবির ওই নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৪ ০৩:৩৮
Share: Save:

ভাইপোকে খুন করার ঘটনায় কাকা সহ পরিবারের চার জনকে ৭ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক, দ্বিতীয় আদালত) এর বিচারক জাহাঙ্গির কবির ওই নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্তদের নাম হেমায়ুন চৌধুরী, বিবি মনোরা, রফিকুল ইসলাম ও আবু কালেম। সকলেই গোয়ালপোখরের বনবাড়ি এলাকার বাসিন্দা। হেমায়ুন চৌধুরীর দুই ছেলে রফিকুল ও আবু কালেম। বিবি মনোরা হেমায়ুনের স্ত্রী। অভিযোগ, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর বনবাড়ির বাসিন্দা হেমায়ুন তার ভাইপো মহম্মদ সাফিকুল এর কাছে কৃষিকাজের জন্য পাম্প সেট থেকে জল চায়। তবে সাফিকুল বকেয়া টাকা ছাড়া জল দিতে অস্বীকার করে প্রথমে হেমায়ুনের সঙ্গে তার বিবাদ বাধে। এর পরই হেমায়ুন ও তার পরিবারের লোকেরা ধারাল অস্ত্র নিয়ে সাফিকুলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাফিকুল ও তার ভাই আদিজুর রহমান আহত হয়। ১৯ বছরের সাফিকুলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সরকারি আইনজীবী জামালউদ্দিন জানান, সাফিকুলের বাবা আবুলমাজেন লিখিত অভিযোগ দায়ের করেছিসেন। মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

এ দিন ৭ বছর কারাদণ্ড সহ ১ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও ১ বছরের সাজার নির্দেশ দেওয়া হয়েছে বলে। সাজাপ্রাপ্তদের আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder islampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE