Advertisement
E-Paper

ভাওয়াইয়া উৎসবে মিলবে দুই বাংলা

বছর শেষের সপ্তাহে দুই বাংলার শিল্পীদের নিয়ে দু’দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসবে মাতবে কোচবিহারের বলরামপুর গ্রাম। আগামী ২৬-২৭ ডিসেম্বর বলরামপুর হাইস্কুল চত্বরে ওই উৎসবের আয়োজন হয়েছে। প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী নায়েব আলি (টেপু) স্মরণ সমিতি ওই উৎসব করছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৪:২০
ময়নাগুড়ির টেকাটুলিতে ২৭তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় গান গাইছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী মঙ্গলা রায়। ছবি: দীপঙ্কর ঘটক।

ময়নাগুড়ির টেকাটুলিতে ২৭তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় গান গাইছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী মঙ্গলা রায়। ছবি: দীপঙ্কর ঘটক।

বছর শেষের সপ্তাহে দুই বাংলার শিল্পীদের নিয়ে দু’দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসবে মাতবে কোচবিহারের বলরামপুর গ্রাম। আগামী ২৬-২৭ ডিসেম্বর বলরামপুর হাইস্কুল চত্বরে ওই উৎসবের আয়োজন হয়েছে। প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী নায়েব আলি (টেপু) স্মরণ সমিতি ওই উৎসব করছে। ওই সমিতির তরফে বুধবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করা হয়। স্মরণ সমিতির সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জন্মজয়ন্তীতে খ্যাতনামা ওই শিল্পীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাওয়াইয়া সংস্কৃতি প্রসারের ভাবনা থেকে উৎসবের আয়োজন করা হয়েছে। এ রাজ্যের শিল্পীরা ছাড়াও বাংলাদেশ ও অসমের খ্যাতনামা শিল্পীরাও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।”

উৎসবের আয়োজক কমিটি সূত্রে জানা গিয়েছে, বলরামপুর গ্রাম নায়েব আলি-সহ একঝাঁক প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পীর জন্মস্থান। ভাওয়াইয়া প্রেমীদের অনেকের কাছেই এলাকাটি ভাওয়াইয়া গ্রাম বলে পরিচিত। বাসিন্দাদের চাহিদার কথা মাথায় রেখে এ বছর নায়েব আলির ১০৬তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎসবে বাংলাদেশের মাহবুবা আখতার দয়া, সুজিতা রায়, ভূপতিভূষণ বর্মা প্রমুখ উপস্থিত থাকবেন। অসমের বাসিন্দা ভাওয়াইয়া শিল্পী হামিদা সরকার ও ললিতচন্দ্র রায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এ রাজ্যের ভাওয়াইয়া শিল্পীদের মধ্যে আবদুল হামিদ, বিনোদিনী বর্মন, অনাথ রায়, স্বপ্না বর্মন, শাহনাওয়াজ প্রামাণিক, জয়শ্রী দেউরি, সর্বানন্দ বর্মন, নজরুল ইসলাম, স্বপন রায়ের মতো একঝাঁক শিল্পীর নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। স্মরণ সমিতির কর্তারা জানান, তাঁদের সম্মতিও পাওয়া গিয়েছে।

এ ছাড়াও দু’দিনের ওই উৎসব সূচিতে ভাওয়াইয়া সঙ্গীত ও নায়েব আলি বিষয়ক আলোচনা, বৈরাতি নৃত্য, ভাওয়াইয়া নৃত্য, ভারুয়া নৃত্য, চণ্ডী নৃত্য, গোয়ালিনী নৃত্য, কুষাণ নৃত্যের মতো লোকসংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। উৎসব চত্বরে থাকবে লোকসংস্কৃতি বিষয়ক প্রদর্শনীর স্টলও। লোকশিল্পী ও গবেষকদের মধ্যে কমলেশ সরকার, সেরাজুল হক, শ্রীউপাসু ও অনিতা সাহাকে এ বার ওই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে সংবর্ধনা জানানো হবে।

স্মরণ সমিতি সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সাল থেকেই কিংবদন্তী ওই শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভাওয়াইয়া উৎসবের আয়োজন হচ্ছে। এ বার কোচবিহারে রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আসর বসবে বলে উৎসব তিন দিনের বদলে দু’দিনের করা হয়েছে। সমিতির সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও এ দিনের সাংবাদিক বৈঠকে সম্পাদক পার্থপ্রতিম রায় উপস্থিত ছিলেন। তিনি জানান, ভাওয়াইয়া সংস্কৃতির প্রসারে অনুষ্ঠান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফি বছরের মতো এ বারেও দর্শক ও শ্রোতাদের ভিড় উপচে পড়বেই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy