Advertisement
E-Paper

মাইকে ভোটবিধি ভঙ্গের অভিযোগ

নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রশাসনের তরফেই ওই অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ায় দার্জিলিঙের তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার কর্মিসভা ছিল। সভার জন্য এ দিন সকাল থেকে এলাকায় মাইক বাজিয়ে প্রচার চালানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের চোপড়া থানায় মাইক বাজিয়ে প্রচার করার জন্য বিধি ভঙ্গের অভিযোগ হয় তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০১:২৮

নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রশাসনের তরফেই ওই অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ায় দার্জিলিঙের তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার কর্মিসভা ছিল। সভার জন্য এ দিন সকাল থেকে এলাকায় মাইক বাজিয়ে প্রচার চালানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের চোপড়া থানায় মাইক বাজিয়ে প্রচার করার জন্য বিধি ভঙ্গের অভিযোগ হয় তৃণমূলের বিরুদ্ধে।

এ দিন দুপুরের চোপড়ার ফুটবল মাঠে ভোট প্রচার করেছেন ভাইচুং। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও। বিধি না মেনে সেই সভার কথা জানাতে সকাল থেকে এলাকায় মাইক বাজিয়ে প্রচার চালানো হয় বলে অভিযোগ। যদিও, সভাতে সাউন্ড বক্স ব্যবহার করা হয়। দুপুরে সভার পরে সিপিএমের তরফে মৌখিক ভাবে প্রশাসনের কাছে বিধি ভঙ্গের অভিযোগ জানানো হয়। প্রশাসনের তরফে দুপুরের সভার ভিডিও রেকর্ডিংও করা হয়েছিল। বিধিভঙ্গের অভিযোগ ওঠার পরে প্রশাসনের তরফে প্রাথমিক ভাবে বিষয়টি খতিয়ে দেখে থানায় অভিযোগ করা হয়। জেলাশাসক স্মিতা পাণ্ডে বলেন, “আচরণ বিধি না মেনে মাইক প্রচারের অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বর্তমানে মাইক বাজানো নিষিদ্ধ। উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, ভাইচুংকে দেখতে ভিড় উপচে পড়ে। তাঁর কথা যাতে সকলে শুনতে পান সে কারণে বিধি মেনেই সভায় সাউন্ড বক্স বাজানো হয়। যদিও সিপিএমের অভিযোগ, ওই সভায় লোক টানার জন্য সকাল থেকে এলাকায় মাইক বাজিয়ে প্রচার চলে। প্রচারে মাইক ব্যবহার করা হয়নি বলে দাবি করেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। বলেন, “এ দিন প্রচারে কোথাও মাইক বাজানো হয়নি। শুধু সাউন্ড বক্স বাজানো হয়েছিল।” সিপিএমের জোনাল কমিটির সম্পাদক আনওয়ারুল হক বলেন, “বিধি সবার জন্য। শাসক দল তৃণমূল তা মানবে না তা হতে পারে না। ব্লক প্রশাসনকে বিধি ভাঙার অভিযোগ জানিয়েছি।”

এ দিন চোপড়ার মাঠে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে উৎসাহের খামতি ছিল না। দুপুর থেকেই মাঠে ভিড় শুরু হয়। সভা শুরু হয় বিকেল ৪টা নাগাদ। ভাইচুং মাঠে আসতে তাঁকে ঘিরে শুরু হয় উন্মাদনা। যুবকদের থেকে ভাইচুংকে মাঠে নেমে ফুটবলে পা ছোঁয়ানোর আবদার আসে। এক যুবক ফুটবল নিয়ে মাঠে চলে আসেন। ভাইচুংও উৎসাহী হয়ে পড়েন। মঞ্চ থেকে নেমে বেশ কিছুক্ষণ ফুটবল নাচাতে শুরু করেন প্রার্থী।

sound pollution islampur bhaichung bhutia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy