Advertisement
০৩ মে ২০২৪

মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ নিয়ে দোটানায় মোর্চা

রাজ্য সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে সম্পর্কের বরফ গলেনি। এই শীতে যে কারণে জিটিএ-র সংস্কৃতি এবং পর্যটন উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে মোর্চার অন্দরেই শুরু হয়েছে বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৪ ০১:৪৩
Share: Save:

রাজ্য সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে সম্পর্কের বরফ গলেনি। এই শীতে যে কারণে জিটিএ-র সংস্কৃতি এবং পর্যটন উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে মোর্চার অন্দরেই শুরু হয়েছে বিতর্ক।

মোর্চার শীর্ষ নেতাদের কয়েক জনের মত, সম্পর্কে যতই শীতলতা থাক, সৌজন্যের খাতিরে জিটিএ-র সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হোক। আবার মোর্চা নেতাদের আর একটি অংশের বক্তব্য, মুখ্যমন্ত্রী অতীতে পাহাড়ে বহু বার সরকারি অনুষ্ঠান করলেও জিটিএ-র সদস্যদের যথাযথ সৌজন্য দেখিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। মোর্চার এই নেতাদের যুক্তি, আগামী সপ্তাহে ফের মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের তোড়জোর শুরু হলেও জিটিএ-কে তা এখনও জানানোই হয়নি। তাই মুখ্যমন্ত্রীকেও জিটিএ-র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পক্ষপাতী নন মোর্চার এই নেতারা। এই কারণেই মুখ্যমন্ত্রীর দফতরের উদ্দেশে জিটিএ-র তরফে এখনও কোনও নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি বলে মোর্চা সূত্রের খবর।

বুধবার দার্জিলিঙের চৌরাস্তায় জিটিএ-র এই উৎসবের উদ্বোধন হয়। চলবে নভেম্বর পর্যন্ত। জিটিএ সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সোমবার থেকে রাজ্যপালের ৭ দিনের পাহাড় সফর শুরু হচ্ছে। একই সময়ে পাহাড়ে সফরে আসার কথা মুখ্যমন্ত্রীরও। জিটিএ সদস্য জ্যোতিকুমার রাই বলেন, “রাজ্যপালের সফর সূচি সরকারি ভাবে পেয়েছি বলে ওঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে এখনও সরকারি খবর নেই। সরকারি নিশ্চয়তা পেলে সেই মতো আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

এ দিন উৎসবের উদ্বোধনেও মোর্চার অন্দরের এই দোটানা মনোভাব প্রকাশ পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে জিটিএ-র পর্যটন দফতরের দায়িত্বপ্রাপ্ত বিনয় তামাঙ্গ বেশ কয়েক বার রাজ্যপালকে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করলেও, মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করেননি। পাহাড়ের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাহাড়ে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছে মোর্চা, সে কারণে এবার নিজেদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে একটি রাজনৈতিক ‘বার্তা’ও তারা দিতে চাইছে।

তৃণমূলের দার্জিলিং পাহাড় কমিটির সভাপতি রাজেন মুখিয়া অবশ্য বলেন, “মুখ্যমন্ত্রী সারা রাজ্যেরই মুখ্যমন্ত্রী। পাহাড়েরও।

আশা করি, জিটিএ নেতারা এটা ভুলে যাবেন না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

morcha chief minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE