কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মখালি। এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রকের একটি প্রকল্পে বিজ্ঞানী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
হাসপাতালে রিসার্চ সায়েন্টিস্ট-২ বা সায়েন্টিস্ট সি পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তাঁকে হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিটে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ প্রথমে এক বছর। পরবর্তী কালে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে সময়সীমা। তাঁর সাম্মানিক হবে মাসে ৬৭,০০০ টাকা। এ ছাড়া দেওয়া হবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা লাইফ সায়েন্সেস বা বায়োলজিক্যাল মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও প্রয়োজন পাঁচ বছর গবেষণার কাজের অভিজ্ঞতার। তাঁদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
হাসপাতালে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে প্রার্থীদের উপস্থিত হতে হবে।