ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি)। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা।
প্রতিষ্ঠানের ইনফরমেশন টেকনোলজি বিভাগে ক্রিপ্টোগ্রাফি সংক্রান্ত গবেষণার কাজ হবে। যার অর্থ জোগান দেবে একটি বেসরকারি সংস্থা। প্রকল্পের জন্য দু’জন বিটেক ইন্টার্ন নিয়োগ করা হবে। তাঁদের প্রশিক্ষণ চলবে ছ’মাস পর্যন্ত। তাঁদের প্রতি মাসে বৃত্তি বাবদ ৮,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিটেক পাঠরত হতে হবে। ন্যূনতম সিজিপিএ থাকতে হবে ৭। তাঁদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
প্রার্থীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে নিয়োগ হবে।