আইআইএম মাদ্রাজ থেকে এখনও মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্স করার সুযোগ রয়েছে। কোর্সে ভর্তির জন্য আগেই শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। প্রতিষ্ঠানের তরফে এ বার আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হল।
আইআইটি মাদ্রাজের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ় (ডিওএমএস) এমবিএ কোর্স আয়োজনের দায়িত্বে। সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য আবেদনের শেষ দিন ছিল ৩১ জানুয়ারি। সেই মেয়াদ বাড়িয়ে এ বার ৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের দু’বছরের এমবিএ কোর্সটি পড়ুয়া এবং কর্মরত— উভয়েই করতে পারবেন। কোর্সটির মেয়াদ দু’বছর। কোর্সে নানা বিষয়ের পাঠ দেওয়া ছাড়াও ৮ থেকে ১০ সপ্তাহের একটি ‘সামার ইন্টার্নশিপ’ করারও সুযোগ দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ন্যূনতম নম্বর প্রয়োজন ৫৫ শতাংশ। যাঁরা চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন। কর্মরতদের ক্ষেত্রে প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতা।
কোর্সে পড়ুয়া এবং কর্মরতদের ক্যাট এবং জিম্যাট-এ প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। কলকাতা-সহ দেশের অন্য শহরে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে মার্চ মাসে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই আবেদন জানাতে হবে।