মেখলিগঞ্জে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারিকে চিঠি দিয়ে ওই আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। পরেশবাবু দীর্ঘদিন ধরেই মেখলিগঞ্জে রেল যোগাযোগের দাবি করছিলেন। মেখলিগঞ্জ মহকুমার অংশ হলদিবাড়ি থেকে রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কিন্তু মেখলিগঞ্জে ব্লকে রেল যোগাযোগ নেই। চ্যাংরাবান্ধায় রেল লাইন থাকলেও দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে আছে। ছিটমহল বিনিময়ের সৌজন্যে মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি সরাসরি যোগাযোগের জন্য তিস্তা নদীর উপরে সেতু নির্মাণের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বাসিন্দারা জানান, বর্তমানে মেখলিগঞ্জে যেতে হলে জলপাইগুড়ি হয়ে প্রায় ৭৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হয়। সেতু হলে তা পনেরো কিলোমিটার হবে। পরেশবাবু বলেন, “রেলমন্ত্রী বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়ায় আমরা খুশি।”