Advertisement
২২ মে ২০২৪

যাত্রীদের প্রতিবাদে উঠল ট্রেন অবরোধ

ট্রেন ভাড়া বাড়ায় সাধারণ যাত্রীরা ‘দুর্ভোগে’ পড়বেন বলে দাবি করে রেল অবরোধ শুরু করেছিল কংগ্রেস। আটকে পড়া কিছু যাত্রী নেমে প্রতিবাদ জানান। ক্ষোভের আঁচ পেয়ে এরপর অবরোধ তুলে নেয় কংগ্রেস।

মালদহ টাউন স্টেশনে সাংসদ মৌসম বেনজির নূরের নেতৃত্বে অবরোধ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

মালদহ টাউন স্টেশনে সাংসদ মৌসম বেনজির নূরের নেতৃত্বে অবরোধ। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৭ জুন ২০১৪ ০১:৫৫
Share: Save:

ট্রেন ভাড়া বাড়ায় সাধারণ যাত্রীরা ‘দুর্ভোগে’ পড়বেন বলে দাবি করে রেল অবরোধ শুরু করেছিল কংগ্রেস। আটকে পড়া কিছু যাত্রী নেমে প্রতিবাদ জানান। ক্ষোভের আঁচ পেয়ে এরপর অবরোধ তুলে নেয় কংগ্রেস।

রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মালদহ টাউন স্টেশনে জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ মৌসম বেনজির নূরের নেতৃত্বে দুপুর ১২টা থেকে অবরোধ-বিক্ষোভ শুরু হয়। ছিলেন প্রায় হাজারখানেক কংগ্রেস সমর্থক। কিছুক্ষণ পরে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনে ঢুকলে অবরোধে আটকে পড়ে। ভরদুপুরে প্রচণ্ড গরমে ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায়,হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা। এরপরেই কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে অবরোধকারীদের কাছে প্রতিবাদ জানান। এরপরেই, যাত্রীদের একাংশের ক্ষোভের আঁচ পেয়ে অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা। সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “যাত্রীভাড়া বাড়ানোর প্রতিবাদ জানাতে ট্রেন অবরোধ করা হয়েছিল। অবরোধের জেরে যাত্রীদের দুর্ভোগ কখনই কাম্য নয়। সে কারণেই যাত্রীদের দুর্ভোগের কথা ভেবেই কিছুক্ষন অবরোধ চলার পরে তুলে নেওয়া হয়েছে। যাত্রীদের কষ্ট দিয়ে কখনই আন্দোলন করব না।”

দীর্ঘক্ষণ ধরে ট্রেন অবরোধ চললেও, রেল পুলিশ বা আরপিএফ জওয়ান অবরোধকারীদের সরাতে উদ্যোগী হয়নি বলে যাত্রীদের অভিযোগ। বিষয়টি নিয়ে তারা সরাসরি কিছু বলতে না চাইলেও, দু’তরফেই দাবি করা হয়েছে, গোলমাল বাধতে পারে সেই আশঙ্কায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়নি। তবে মালদহ টাউন স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান বলেন, “অবরোধের ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছুক্ষণ আটকে ছিল। বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়ার পর ট্রেনটি ছাড়ে।”

এ দিন প্রথমে স্টেশনের বাইরে বিক্ষোভ দেখানোর পর দুপুর ১২টা নাগাদ মৌসম বেনজির নূরের নেতৃত্বে বিক্ষোভকারীরা স্টেশনের ভিতরে ঢুকে পড়েন। তখনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনে ঢোকেনি। এক নম্বর ও দু’নম্বর প্লাটফর্মের সামনে লাইনের উপর বিক্ষোভকারীরা বসে পড়েন। সাড়ে বারোটা নাগাদ তিন নম্বর প্লাটফর্মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকতেই বিক্ষোভকারীরা তিন নম্বর প্লাটফর্মের সামনে রেল লাইনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৌসমের দাবি, “কেন্দ্রে ইউপিএ সরকার থাকার সময়ে ভাড়া একসঙ্গে এতটা বাড়েনি। সাধারণ যাত্রীদের কথা ভেবেই ইউপিএ সরকার খুব কম পরিমাণে ভাড়া বাড়িয়েছিল। আমার মামা গনিখান চৌধুরীও রেল মন্ত্রী থাকার সময়েও বেশি হারে ভাড়া বাড়াননি।” এ দিন রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের জেলা কাযর্করী সভাপতি প্রতিভা সিংহ ও তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্লান ভাদুড়ির নেতৃত্বে তৃণমূল সমর্থকেরাও মালদহে বিক্ষোভ মিছিল করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rail blockade protest of passengers malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE