Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রায়গঞ্জেই হাসপাতাল গড়ে দেখাবে কংগ্রেস

রায়গঞ্জেই এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে দেখিয়ে দেবে কংগ্রেস। সোমবার বারোদুয়ারি এলাকায় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে এক জনসভায় এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় যতই চক্রান্ত করুন, তিনি রায়গঞ্জ থেকে এইমসের ধাঁচে হাসপাতাল কেড়ে নিতে পারবেন না। লোকসভা নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস পানিশালায় হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেবে।”

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০২:১৩
Share: Save:

রায়গঞ্জেই এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে দেখিয়ে দেবে কংগ্রেস। সোমবার বারোদুয়ারি এলাকায় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে এক জনসভায় এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় যতই চক্রান্ত করুন, তিনি রায়গঞ্জ থেকে এইমসের ধাঁচে হাসপাতাল কেড়ে নিতে পারবেন না। লোকসভা নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস পানিশালায় হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেবে।”

প্রদীপবাবুর অভিযোগ, “১৫ বছর ধরে কংগ্রেস রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ধরে রেখেছে। সেই কারণে বামফ্রন্ট সরকার ও পরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার রাজনৈতিক ষড়যন্ত্র করে হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ করেনি।” তিনি এ দিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীপা দেবীর দেওর সত্যরঞ্জন (পবিত্র) দাশমুন্সিকে প্রার্থী করে বিশেষ সুবিধা করতে পারবেন না। তাই আপনারা কংগ্রেসকে সমর্থন করুন। লোকসভা নির্বাচনের পর রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করলেও কেন্দ্র সরকার যাতে আইনের মাধ্যমে সরাসরি জমি অধিগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাই করব। প্রয়োজনে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি পথে যাব।”

প্রদীপবাবু ছাড়াও এ দিন জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, দীপা দেবী, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তও। শাকিল বলেন, “রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দীপাদেবীর পাশে রয়েছে। হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণের দাবিতে দীপা যখন কলকাতায় অনশনে করেন, সে সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তাঁকে ফোন করে কথা দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার রায়গঞ্জেই হাসপাতাল তৈরি করবে। তবে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় এই ব্যাপারে কেন্দ্র আর এগোতে পারেনি।”

দীপাদেবী বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমকে এই দিন পরিযায়ী পাখি ও বিজেপি-র প্রার্থী নিমু ভৌমিককে ‘সাম্প্রদায়িক উস্কানিদাতা’ বলে কটাক্ষ করেন। সত্যরঞ্জনবাবু তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে দাদা প্রিয়রঞ্জনের অসম্মান করেছেন বলে তিনি দাবি করেন।

এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেছেন, “লোকসভা নির্বাচনের পর কংগ্রেস জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই ওই দলের নেতাদের কথায় তেমন গুরুত্ব নেই।” সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বাপি ভৌমিক এবং বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী জানিয়েছেন, উন্নয়নের নামে কংগ্রেস মিথ্যা প্রচার ও ভাঁওতাবাজির রাজনীতি করছে।

সোমবার ইসলামপুরের চাকুলিয়ায় একটি কর্মিসভা করেছেন দীপা। তাঁর কথায়, “রায়গঞ্জে পানিশালায় এইমস-এর ধাঁচে হাসপাতাল হলে এলাকার বাসিন্দারা পরিষেবা পাবেন। সেখানে রাজনৈতিক রং দেখা হয় না। এটাই প্রিয়রঞ্জনের স্বপ্ন।” কর্মিসভায় বক্তব্য রাখেন প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাটার্য, কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

loksabha election raiganj aims hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE