Advertisement
০৭ মে ২০২৪

শিলিগুড়িতে শিল্প সম্মেলন নিয়ে কটাক্ষ অশোকের

সারদা কেলেঙ্কারি আর সরকারের বিপর্যস্ত অবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই রাজ্য সরকার উৎসব, শিল্প সম্মেলন করে চলছে বলে অভিযোগ করলেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫ ০২:২৭
Share: Save:

সারদা কেলেঙ্কারি আর সরকারের বিপর্যস্ত অবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই রাজ্য সরকার উৎসব, শিল্প সম্মেলন করে চলছে বলে অভিযোগ করলেন সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

শুক্রবার শিলিগুড়ির দলীয় দফতরে বসে অশোকবাবু অভিযোগ করেন, “সারদা থেকে দলে ভাঙন তৃণমূল রাজ্যে সর্বত্র বেকাদায় পড়েছে। মানুষের সামনে একের পর এক সত্য উঠে আসছে। আর এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসব, শিল্প সম্মেলন হচ্ছে।”

আগামী ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি আসছেন। ওইদিন বিকালে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। পরেরদিন, শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সূচনা, উদ্বোধন, পাট্টা বিতরণ ছাড়াও শিলান্যাস হবে।

অশোকবাবুর অভিযোগ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বক্তব্য, “আমি দীর্ঘদিন ধরেই অশোকবাবুদের অভিযোগ সম্পর্কে কোনও কিছু বলি না। ওঁদের নিয়ে কথা বলতে আর ভালও লাগে না। আর এখন উনি তো একজন জনপ্রতিনিধিও নন।”

সিপিএম নেতা অশোকবাবুর বক্তব্য, “উত্তরবঙ্গ তো বটেই শিলিগুড়ি এবং লাগোয়া এলাকায় আমরা যে সমস্ত প্রকল্পের কাজ করেছিলাম। সেগুলির কাজ ঠিকঠাক করলে শিল্প কী তা বোঝা যেত। সেগুলির দিকে নজর না দিয়ে লোক দেখাতে বড়বড় নাম দিয়ে শিল্প সম্মেলন হচ্ছে। শিল্প বলতে ৯০ কোটি টাকা দিয়ে উত্তরকন্যা এবং মুখ্যমন্ত্রীর আবাসন হয়েছে।

সম্প্রতি রাজ্য সরকার শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী গরিব মানুষদের ‘আর্বান’ পাট্টা বিলির সিদ্ধান্ত নিয়েছে। অশোকবাবুর দাবি, “আমরা ২০১০ সালেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ওই কাজ শুরু করি। দীর্ঘদিন ধরে তালিকা তৈরি থাকলেও এই সরকার করেনি। উল্টে প্রকল্প নিজেদের বলে চালাতে চাইছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri industrial conference ashok bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE