Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাগরদিঘিতে শুরু নৌকাবিহার

মহাপঞ্চমীর সকালে কোচবিহারের সাগরদিঘিতে শুরু হল নৌকাবিহার। উদ্বোধন করেন রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে ছিলেন কোচবিহারের সাংসদ রেনুকা সিংহ, জেলাশাসক পি উল্গানাথন, সদর মহকুমাশাসক বিকাশ সাহা প্রমুখ। তাঁরা ‘প্যাডেল বোট’ চেপে সাগরদিঘিতে কিছু সময় ঘুরেও বেড়ান তাঁরা। জেলাশাসক পি উল্গানাথন বলেন, “এত বড় দিঘিতে এমন বোটিংয়ের সুযোগ আগে সেভাবে হয়নি। খুব ভাল লেগেছে। পর্যটকরাও সুযোগ হাতছাড়া করবেন না বলে আমার ধারণা। রবীন্দ্রনাথবাবু বলেন, “সাগরদিঘিতে নৌকাবিহার বাড়তি মাত্রা যোগ করবে।”

থাকছে লাইফ জ্যাকেটের ব্যবস্থাও। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

থাকছে লাইফ জ্যাকেটের ব্যবস্থাও। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৫
Share: Save:

মহাপঞ্চমীর সকালে কোচবিহারের সাগরদিঘিতে শুরু হল নৌকাবিহার। উদ্বোধন করেন রাজ্যের পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ।

অনুষ্ঠানে ছিলেন কোচবিহারের সাংসদ রেনুকা সিংহ, জেলাশাসক পি উল্গানাথন, সদর মহকুমাশাসক বিকাশ সাহা প্রমুখ। তাঁরা ‘প্যাডেল বোট’ চেপে সাগরদিঘিতে কিছু সময় ঘুরেও বেড়ান তাঁরা। জেলাশাসক পি উল্গানাথন বলেন, “এত বড় দিঘিতে এমন বোটিংয়ের সুযোগ আগে সেভাবে হয়নি। খুব ভাল লেগেছে। পর্যটকরাও সুযোগ হাতছাড়া করবেন না বলে আমার ধারণা। রবীন্দ্রনাথবাবু বলেন, “সাগরদিঘিতে নৌকাবিহার বাড়তি মাত্রা যোগ করবে।”

মৎস্য দফতরের মালিকানাধীন ওই দিঘিটি আগামী ৫ বছরের জন্য একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। ওই সংস্থার উদ্যোগেই নৌকাবিহার চালু করা হয়। মোট ৬টি ‘প্যাডেল বোটে’ আপাতত ওই নৌকাবিহারের সুযোগ মিলবে। আধঘণ্টার জন্য মাথাপিছু ৫০ টাকা ভাড়া লাগবে। একটি নৌকা ‘রেসকিউ বোট’ হিসাবে রাখা হচ্ছে। থাকছেন দক্ষ সাঁতারুরাও। লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। কোচবিহারের সদর মহকুমাশাসক বিকাশ সাহা জানান, নিরাপত্তার ব্যবস্থায় খামতি রাখা হয়নি। বেসরকারি সংস্থাটির কর্তা মুকুট রায়চৌধুরী বলেন, “দ্রুত রেসকিউ বোট হিসাবে একটি স্পিড বোট আনা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sagardighi boating life jacket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE