স্ত্রী ও দুই শিশু কন্যাকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হল স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার গোয়ালগাও গ্রামে। পুলিশ জানায়, বধূর নাম নুরবানু বিবি, দুই মেয়ে রেজওয়ানা ও সাইমা। অভিযোগ, ওই দিন সন্ধ্যায় স্বামী সখিবত আহমেদ স্ত্রী ও দুই মেয়েকে ঘরে আটকে রেখে আগুন লাগিয়ে দেন। তারপর বাড়ির দরজায় বাইরে থেকে তালা দিয়ে পাশের একটি চায়ের দোকানে তিনি চলে যান। এটা পরিকল্পিত খুন বলে দাবি বধূর বাপেরবাড়ির। নিহতের কাকা দবিউল ইসলাম বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই পেশায় দিনমজুর সখিবত নুরবানুর ওপরে শারীরিক অত্যাচার চালাত। বেশ কিছুবার আমরা তাদের বাড়িতে এসে ঝামেলা মিটিয়ে দিয়েছিলাম। কিন্তু পণের দাবীতে দিনের পর দিন অত্যাচারের পরিমাণ বেড়েই চলেছিল। মূলত পণের দাবীতেই এই খুন বলে অভিযোগ তাঁর। ঘটনার পর কিছু সময় গ্রামে উপস্থিত থাকলেও মৃত নুরবানুর পরিজনদের গ্রামে আশার খবর পেয়েই এলাকা ছেড়ে চম্পট দেয় সে। বুধবার গ্রামের বাসিন্দাদের তৎপরতায় কাচিমোহা গ্রাম থেকে অভিযুক্ত সখিবতকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য উঠে আসবে বলে জানানো হয় রায়গঞ্জ থানার তরফে।