শিশু পুত্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মৃত্যু হয়েছে এক মধ্যবয়সী ব্যক্তির। শনিবার সকালে শিলিগুড়ির অদূরে সেবক করোনেশন সেতুর সামনে থেকে ওই ব্যক্তি ও তাঁর ছেলেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেবক ফাঁড়ির পুলিশকর্মীরা তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করান। পরে বিকেলে ওই ব্যক্তি মারা যান। চার বছর বয়সী শিশুটির জ্ঞান ফিরলে সে জানায়, মৃত ব্যক্তি তার বাবা। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই ব্যক্তির নাম ডাকবাহাদুর শর্মা। তাঁর বাড়ি ডুয়ার্সের বানারহাটের ধূপপাড়ার এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘‘ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তারপরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একটি মামলা দায়ের করে তদন্ত হচ্ছে।’’