Advertisement
E-Paper

১৪ই গণ-সম্মেলনের ডাক

শিলিগুড়ি মহকুমা পরিষদ ও শিলিগুড়ি পুরসভায় সময় মতো নির্বাচন করার দাবিতে ১৪ জুন গণ কনভেনশনের ডাক দিল বামফ্রন্ট। তাঁদের আশঙ্কা শাসক দল কৌশলে এই দুই নির্বাচন পিছোতে চাইছে। তাই এর বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। জেলা বামফ্রন্টের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০২:৫৩

শিলিগুড়ি মহকুমা পরিষদ ও শিলিগুড়ি পুরসভায় সময় মতো নির্বাচন করার দাবিতে ১৪ জুন গণ কনভেনশনের ডাক দিল বামফ্রন্ট। তাঁদের আশঙ্কা শাসক দল কৌশলে এই দুই নির্বাচন পিছোতে চাইছে। তাই এর বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। জেলা বামফ্রন্টের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, জেলা সিপিএম কার্যনির্বাহী সম্পাদক জীবেশ সরকাররা জানান, বর্তমানে যা পরিস্থিতি তাতে কায়দা করে শিলিগুড়ি পুরসভা নিজেদের দখলে রাখতে চাইছে শাসক দল। একটি আসন না পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করেছে তারা। গণতন্ত্রকে মানতে চাইছে না। এর বিরুদ্ধে বামেরা সম্মেলন ডেকেছেন। তাতে এসজেডিএ দুর্নীতির অভিযোগের বষয়টি তুলে ধরতে চান তারা। অশোকবাবু বলেন, “রাজ্য সরকার লোকসভা ভোটে ভাল ফল করেছে। তার পরেও কেন তারা পুরসভাগুলিতে নির্বাচন করতে ভয় পাচ্ছে? আমাদের আশঙ্কা এলাকা পুনর্বিন্যাসের প্রসঙ্গ তুলে তারা অনির্দিষ্টকাল ভোট পিছিয়ে দেবেন। আমরা চাই শিলিগুড়ি পুরসভা এবং মহকুমা পরিষদ উভয় ক্ষেত্রেই সময়ে নির্বাচন হোক।” বস্তুত, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে মহকুমা পরিষদ এবং পুরসভার নির্বাচনের ময়দানে নেমে পড়তে উদ্যোগী জেলা বামফ্রন্ট। সিপিএমের জেলা কমিটির কার্য নির্বাহী সম্পাদক জীবেশ সরকার জানান, ২৫ জুন গণতন্ত্র রক্ষাদিবস পালন করা হবে। ৩০ জুন পালন করা হবে ‘হুল দিবস’। আধিবাসী অধিকার মঞ্চ এবং নানা গণ সংগঠনের মাধ্যমে এ কর্মসূচি নেওয়া হয়েছে। শহিদ দিবস পালনের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। পাহাড়েও তা পালন করা হবে। ৮ জুলাই রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে দলের তরফে জ্যোতি বসুর জন্মশতবর্ষ পালন করা হবে। জিটিএ প্রধানের কাছে বিভিন্ন দাবি নিয়ে মিছিল করে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

mass convention siliguri left parties
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy