Advertisement
০৫ মে ২০২৪
আরও তিন থানায় ওসি বদল

সরানো হল পাঁশকুড়া থানার ওসিকে, ধোঁয়াশা

একের পর এক ঘটনায় পাঁশকুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। ঠিকা কর্মীকে পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত অধরা থাকায় প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়েও। এই পরিস্থিতিতে সোমবার বদলি করা হল পাঁশকুড়া থানার ওসি বিশ্বজিৎ হালদারকে। বিশ্বজিৎবাবুকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিআইবি) পদে বদলি করা হয়েছে। পাঁশকুড়া থানার নতুন ওসি করা হয়েছে এগরা থানার ওসি মদনমোহন রায়কে। মদনমোহনবাবু আগেও পাঁশকুড়া থানার ওসি ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:২৪
Share: Save:

একের পর এক ঘটনায় পাঁশকুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। ঠিকা কর্মীকে পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত অধরা থাকায় প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়েও। এই পরিস্থিতিতে সোমবার বদলি করা হল পাঁশকুড়া থানার ওসি বিশ্বজিৎ হালদারকে। বিশ্বজিৎবাবুকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিআইবি) পদে বদলি করা হয়েছে। পাঁশকুড়া থানার নতুন ওসি করা হয়েছে এগরা থানার ওসি মদনমোহন রায়কে। মদনমোহনবাবু আগেও পাঁশকুড়া থানার ওসি ছিলেন। একইসঙ্গে, এগরা, চণ্ডীপুর ও ভগবানপুর থানার ওসিও বদল করা হয়েছে। এগরা থানার নতুন ওসি করা হয়েছে পাঁশকুড়া থানার সেকেন্ড অফিসার মানস চট্টোপাধ্যায়কে। এছাড়াও চণ্ডীপুর থানার নতুন ওসি হচ্ছেন ভগবানপুরের ওসি মহিউল ইসলাম। হলদিয়া থানার সাব-ইনস্পেক্টর গোপাল পাঠককে ভগবানপুরের ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ভগবানপুর থানার ভারপ্রাপ্ত ওসি মহিবুল ইসলামকে বদলি করা হয়েছে। এই বদলি প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া অবশ্য বলেন, ‘‘প্রশাসনিক কারণেই এই বদলি করা হয়েছে।’’

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত আড়াই বছর বিশ্বজিৎ হালদার পাঁশকুড়া থানার ওসি হিসেবে রয়েছেন। নিজের দফতরের প্রশিক্ষণের জন্য প্রায় দু’মাস ছুটিতে থাকার পর সম্প্রতি ফের পাঁশকুড়া থানায় ওসি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তবে গত সপ্তাহে পাঁশকুড়ায় পরপর কয়েকটি ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

কয়েকদিন আগে পাঁশকুড়া থানার গোবিন্দনগর থেকে স্মারকলিপি দিতে আসা বেশ কয়েকজন লোকজনের উপর চড়াও হয়েছিল তাঁদের বিরোধী গোষ্ঠীর লোকেরা। এ নিয়ে থানার সামনেই গোলমাল বাধে। গত শুক্রবার পাঁশকুড়া শহরের সুরানানকার এলাকায় ঠিকা শ্রমিক এক যুবকের অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার হয়। ওই যুবককে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে এক ঠিকাদার সহ পাঁচ জনের বিরুদ্ধে। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রতাপপুর বাংলা মোড়ে সোমবার প্রায় তিন ঘণ্টা ধরে তমলুক–পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

গত শনিবার বিকেলে পাঁশকুড়ার হাউর এলাকার হরশঙ্করপুর বাজারে এক মিষ্টির দোকানদার দম্পতিকে মারধরের জেরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে। এরপর পুলিশ বাহিনী সেখানে অবরোধ তুলতে গেলে স্থানীয় উত্তেজিত জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের একাধিক গাড়িও ভাঙচুর হয় বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও ওই এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। এ ভাবে একের পর এক ঘটনায় পাঁশকুড়ায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে অভিযোগ তুলেছিল সিপিএম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE