পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে দিলেন বধূ। সেই ঘটনার কিছু ক্ষণ পরেই মৃত্যু হল বৃদ্ধের! বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুরে।
বৃদ্ধের মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকাবাসীরা অভিযুক্ত বধূকে গণপিটুনি দিয়েছেন বলে অভিযোগ। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় পুরাতন মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নুরু শেখ (৬১)। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধের দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। জমিজমা নিয়ে অনেক দিন ধরেই বৃদ্ধের পরিবারের অশান্তি চলছিল। বিবাদ ছিল মূলত বড় ছেলে আব্দুল্লা এবং তাঁর স্ত্রী সুলতানা বিবির সঙ্গে। আব্দুল্লা ভিন্রাজ্যে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবারও বাড়়িতে অশান্তি হয়। অভিযোগ, তার পরেই শ্বশুরের উপর হামলা চালান সুলতানা।
মৃতের এক ভাই আলি হোসেন বলেন, ‘‘আমার ভাই নুরু শেখের কিছু জমি রয়েছে। সেগুলো হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই অত্যাচার চালাচ্ছিল। এই সম্পত্তির বিবাদ নিয়েই পারিবারিক গোলমাল শুরু। ভাইয়ের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে খুন করেছে সুলতানা।’’
স্থানীয় এক তৃণমূল নেতা আব্দুল সালাম বলেন, ‘‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি জানার পর ওই এলাকায় গিয়েছিলাম। শুনলাম, বড় ছেলের স্ত্রী শ্বশুরকে মেরে ফেলেছে। পরে পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে।’’