জোড়াফুল শিবিরে যাওয়ার জল্পনা খারিজ করে দিয়েছিলেন মাত্র তিন দিন আগেই। জানিয়েছিলেন, যাওয়া না-যাওয়া নিয়ে কারও সঙ্গে কোনও কথা হয়নি তাঁর। কিন্তু সেই টুইট মুছে দিয়ে এ বার নিজেই দলবদলের জল্পনায় হাওয়া জোগালেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। আর তাতেই কংগ্রেস পরিবারের সদস্য অভিজিৎকে খুব শীঘ্র তৃণমূলে দেখা যেতে পারে বলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শুক্রবার সপুত্র মুকুল রায়ের তৃণমূলের ফিরে আসা নিয়ে যখন তোলপাড় বাংলার রাজনীতি, সেই সময় অভিজিতের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়। সেই নিয়ে টুইটারে মুখ খোলেন অভিজিৎ। লেখেন, ‘এ ব্যাপারে কাউকে কিছু বলিনি আমি।’ এর পর আলাদা করে সংবাদ সংস্থা পিটিআই-কেও সাক্ষাৎকার দেন তিনি। বলেন, ‘‘আমি কংগ্রেসেই আছি। তৃণমূল বা অন্য কোনও দলে যোগ দিচ্ছি বলে যে খবর আসছে, তা সত্য নয়।’’ তিনি আরও বলেন, ‘‘এই মুহূর্তে তৃণমূল ভবন থেকে ৩০০ কিলোমিটার দূরে জঙ্গিপুরের বাড়িতে বসে রয়েছি। টেলিপোর্ট করে কেউ না পাঠালে আজ বিকেলে কোনও দলেই যোগ দেওয়া সম্ভব নয় আমার পক্ষে।’’
সে যাত্রায় তাঁকে নিয়ে জল্পনা একরকম ধামাচাপা পড়ে গেলেও, তৃণমূলে যাওয়া না যাওয়া নিয়ে কারও সঙ্গে কথা হয়নি বলে যে টুইট করেছিলেন অভিজিৎ, তা মুছে ফেলে নিজেই নতুন করে জল্পনা উস্কে দিলেন তিনি। প্রশ্ন উঠছে, নিজের পুরনো দাবি খণ্ডন করতেই কি তিন দিন আগের টুইট মুছে ফেললেন অভিজিৎ? তাহলে কি তৃণমূলের সঙ্গে কথাবার্তা এগিয়েছে তাঁর? যদিও তৃণমূলে যাওয়ার প্রশ্ন ওঠে না, নিজের টুইটে এমন কোনও দাবি অভিজিৎ করেননি, বরং ধোঁয়াশা জিইয়ে রেখেছিলেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।