Advertisement
৩০ এপ্রিল ২০২৪

খাগড়াগড়ের অভিযুক্ত ধৃত

লালবাজার জানিয়েছে, সে অসমের বরপেটার বাসিন্দা।

আব্দুল মতিন

আব্দুল মতিন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও  গুয়াহাটি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪০
Share: Save:

কেরলের মল্লপুরম থেকে খাগড়াগড় কাণ্ডে আব্দুল মতিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। লালবাজার জানিয়েছে, সে অসমের বরপেটার বাসিন্দা।

জেএমবির সক্রিয় সদস্য মতিন মল্লপুরমে একটি মাদ্রাসার আড়ালে থেকে জঙ্গি সংগঠন বৃদ্ধির কাজ করছিল। ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় এনে শনিবার তাকে আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতকে ১১ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা নির্দেশ দেন। ২৮ জানুয়ারি রাতে আরামবাগ থেকে কদর গাজি-সহ খাগড়াগড় কাণ্ডে অন্য দুই অভিযুক্তকে পাকড়াও করেছে এনআইএ।

মতিন সম্পর্কে তদন্ত করছে অসম পুলিশও। অসমের ডিজিপি কুলধর শইকিয়া জানান, মতিনকে জেরা করতে ও তাকে অসমে আনতে একটি দল কলকাতায় আসছে। অসমে জেএমবি মডিউলের মাথা শাহানুর আলম, তার স্ত্রী সুজিনা বেগম ও আরও বেশ কয়েক জন সঙ্গীকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু মতিন-সহ বেশ কয়েকজনের সন্ধান মেলেনি। গত বছর হোজাই ও বরপেটা থেকে কয়েক জন হিজবুল জঙ্গিও ধরা পড়ে। ২০১০ সালে অসমের বরপেটা থেকে মালদহের কালিয়াচকের একটি মাদ্রাসায় পড়তে আসে মতিন।

বর্ধমানের শিমুলিয়া এবং মুকিমনগর মাদ্রাসায় বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছিল সে। জেএমবি শীর্ষ নেতা হাতকাটা নাসিরুল্লার ঘনিষ্ঠ ছিল মতিন। খাগড়াগড় বিস্ফোরণের পর নব্য জেএমবিতে যোগ দেয় সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE