Advertisement
১১ মে ২০২৪
Adenovirus

অ্যাডিনো সংক্রমিত এক শিশুকন্যার মৃত্যু বিসি রায় হাসপাতালে, শ্বাসকষ্টে মারা গিয়েছে আর এক বালিকা

ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি শিশুকন্যার মৃত্যু। তাদের মধ্যে প্রথম জন অ্যাডিনো সংক্রমিত ছিল। অন্য জন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল।

Representational picture of dead body of baby girl

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকালের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে বিসি রায় শিশু হাসপাতালে দু’টি শিশুকন্যার মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১২:১৬
Share: Save:

অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হল কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। এই শিশুমৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ফুলবাগানের ওই হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। যদিও সে অ্যাডিনো সংক্রমিত ছিল কি না, তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পৌনে ১টা নাগাদ পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (পিকু)-এ চিকিৎসাধীন ১১ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়। নারকেলডাঙার বাসিন্দা ওই শিশুটিকে গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় শ্বাসকষ্টের সমস্যা ছিল।

শিশুটির মৃত্যুর শংসাপত্রে নিউমোনিয়া লেখা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, সে অ্যাডিনোয় আক্রান্ত ছিল বলে পরীক্ষায় ধরা পড়েছিল। অন্য দিকে, ৯ মাসের আর একটি শিশুকন্যারও পিকু-তে চিকিৎসা চলছিল। উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা ওই শিশুটি মারা যায় শুক্রবার সকালে। তারও শ্বাসকষ্টের সমস্যা ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adenovirus pneumonia Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE