Advertisement
২৬ মে ২০২৪
Murder

মদ্যপানের সময় বন্ধুদের মধ্যে বচসা! মালদহে খুন যুবক, পশ্চিম মেদিনীপুরে ছুরিকাহত এক

মত্ত অবস্থায় বন্ধুদের মধ্যে বচসার মাঝেই চলল ছুরি। যার জেরে মালদহে খুন হলেন এক যুবক। আহত হয়েছে ৩ জন। মালদহের মতোই প্রায় একই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে আহত এক যুবক।

মত্ত হয়ে বন্ধুকে ছুরির আঘাত। শনিবার রাতে মালদহ এবং দাসপুরে প্রায় একই ঘটনা ঘটেছে।

মত্ত হয়ে বন্ধুকে ছুরির আঘাত। শনিবার রাতে মালদহ এবং দাসপুরে প্রায় একই ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মালদহ ও দাসপুর শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৪:৪০
Share: Save:

একসঙ্গে বসে মদ্যপানের সময় বন্ধুদের মধ্যে বচসার মাঝেই চলল ছুরি। যার জেরে মালদহে খুন হলেন এক যুবক। আহত ৩ জন। মালদহের মতোই প্রায় একই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। যদিও সেখানে মত্ত বন্ধুদের ছুরির ঘায়ে আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন এক যুবক। শনিবার রাতে দু’টি ভিন্ন ঘটনায় তদন্তে নেমেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

প্রথম ঘটনাটি মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর এলাকার। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম সানিরুল শেখ (২৪)। এই ঘটনায় আহত হয়েছেন আলম শেখ, হাসিবুল শেখ এবং আবলু শেখ। প্রত্যেকেরই বাড়ি মহদিপুরের বড় মসজিদপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার রাতে একসঙ্গে বসে মদ্যপান করছিলেন সানিরুলরা। সে সময় তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসা গড়ায় মারধরে। এর পর একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন সানিরুলরা। তাঁদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে যান এলাকার লোকজন। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন ওই হাসপাতালে এক জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশবাহিনী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দাসপুরে ছুরিকাঘাতে আহত যুবককে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দাসপুরে ছুরিকাঘাতে আহত যুবককে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। —নিজস্ব চিত্র।

দ্বিতীয় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপীগঞ্জ মহিষঘাটা এলাকার। শনিবার রাতে এলাকায় একটি নদীর পাড়ে চার বন্ধু মিলে পিকনিক করছিলেন। সঙ্গে চলছিল মদ্যপানও। অভিযোগ, সে সময় তাঁদের মধ্যে বচসা শুরু হলে হঠাৎই এক বন্ধুর গলায় ও হাতে ছুরি চালিয়ে দেন বাকিরা। সে খবর জানাজানি হতেই ছুরিকাঘাতে আহত যুবককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এলাকার মানুষজন। সেখান থেকে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকদের সকলেই দাসপুর থানার এলাকার বেনাই গ্রামের বাসিন্দা। জখম ওই যুবকের নাম প্রদীপ্ত ঘোষ ওরফে ভোলা। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান।

শনিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। অভিযুক্ত ৩ যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Crime Maldah Daspur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE