মাঝ-জুনের আগে দক্ষিণবঙ্গে পৌঁছবে না বর্ষার ট্রেন। তেমনই দুঃসংবাদ দিচ্ছে নয়াদিল্লির মৌসম ভবন।
কারণ, এ বছর মূল ভারতীয় ভূখণ্ডে পা রাখতেই দেরি করবে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এ দেশে ঢোকে মূলত কেরল দিয়ে। মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী, কেরলে বর্ষা ঢোকে মোটামুটি ১ জুন। সেখান থেকে দক্ষিণবঙ্গ সপ্তাহখানেকের পথ। সেই হিসেবে এখানে বর্ষার ‘অ্যারাইভাল’ ৮ জুন। কিন্তু মৌসম ভবনের অনুমান, এ বার কেরলেই বর্ষা আসতে আসতে ৭ জুন হয়ে যাবে। ফলে বঙ্গেও পিছোবে বর্ষা।
এ বছর মার্চ মাস ইস্তক দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্পে টান। ফলে তেমন বৃষ্টি হয়নি। উল্টে ঝাড়খণ্ডের শুখা গরম বাতাসের আঁচে গোটা এপ্রিল দক্ষিণবঙ্গ শুকিয়ে কাঠ হয়েছে। হিসেব বলছে, ১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে ৪৮% কম বৃষ্টি হয়েছে। এমতাবস্থায় বর্ষার দেরি হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি আরও বাড়বে। এতে দক্ষিণবঙ্গের চাষবাস ধাক্কা খাওয়ার সমূহ সম্ভাবনা।