Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rampurhat Murder

Rampurhat Case: এক মাসের লড়াই শেষ, বগটুই-কাণ্ডে মৃত্যু হল আরও এক জনের, মৃতের সংখ্যা দাঁড়াল ১০!

রবিবার সকালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার। ফলে বগটুই-কাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ, আট মহিলা-সহ মোট ১০ জনের মৃত্যু হল।

আরও এক জনের মৃত্যু হল বগটুইয়ে।

আরও এক জনের মৃত্যু হল বগটুইয়ে। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ০১ মে ২০২২ ০৭:৫৫
Share: Save:

বগটুই হত্যা-কাণ্ডে মৃত্যুর সংখ্যা বাড়ল। রবিবার সকালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে বগটুই কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।

গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের অব্যবহিত পরে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পর দিন, অর্থাৎ, ২২ মার্চ সকালে আট জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক আহতের। ফলে বগটুই-কাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ, আট মহিলা-সহ মোট ১০ জনের মৃত্যু হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rampurhat Murder Bagtui
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE