কলেজে কলেজে অনলাইনে ভর্তি চালু হলেও কেন্দ্রীয় অনলাইন না-থাকায় দুর্নীতি রোখা যাচ্ছে না। এ বার একই ধরনের দাদাগিরি আর আর্থিক দুর্নীতির মোকাবিলায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েও অনলাইনে ভর্তি ব্যবস্থা চালু করছে বিদ্যালয় সংসদ। বৃহস্পতিবার বিকাশ ভবনে মুক্ত বিদ্যালয়ের পড়ুয়াদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন ওই সংসদের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি জানান, জেলার বিভিন্ন কেন্দ্রে ভর্তির ফর্ম বিলি নিয়ে দুর্নীতির খবর এসেছে, আসছে। ফর্মের দাম ২৫ টাকা। কিন্তু জেলায় দু’শো থেকে দু’হাজার টাকায় তা বিক্রি হয় বলে অভিযোগ। তাই আগামী শিক্ষাবর্ষ (মুক্ত বিদ্যালয়ের ক্ষেত্রে ডিসেম্বর)-এই অনলাইনে ভর্তি শুরু করা হচ্ছে। তবে সব কেন্দ্রে কম্পিউটার না-আসা পর্যন্ত চিরাচরিত পদ্ধতিতেও ভর্তি চালু থাকবে।