ভিন্ রাজ্যে বাংলাভাষী মানুষের হেনস্থার ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যে ফিরে এলে পরিযায়ী শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। তার জন্য রাজ্য সরকার চালু করেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। শ্রমমন্ত্রী মলয় ঘটক সোমবার জানিয়েছেন, অনলাইনে ‘শ্রমশ্রী’ প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন পরিযায়ীরা। অফলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে আগেই। মন্ত্রীর বক্তব্য, ধাপে ধাপে সব আবেদন ‘শ্রমশ্রী’র পোর্টালে আপলোড করা হবে। তবে শ্রম দফতর সূত্রের খবর, এই প্রকল্পের অনলাইন প্রক্রিয়া এখনও মসৃণ নয়। কার্যপ্রণালীও (এসওপি) এখনও চূড়ান্ত হয়নি। ফলে, আবেদন জমা পড়লেও তার নিষ্পত্তির বাকি প্রক্রিয়া কী ভাবে এগোবে, সেই বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)