উপনির্বাচন ঘিরে উত্তপ্ত উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। শাসক তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় রিগিং এবং বুথ দখলের অভিযোগ তুলল বিরোধীরা। বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল গঙ্গারামপুর এলাকা। ভোট লুঠের অভিযোগ তুলে পথ অবরোধও করলেন বিজেপি কর্মীরা। ভোটে অশান্তির খবর মিলেছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকেও। তার প্রতিবাদে বারাসতে পথ অবরোধ করে বামেরা।
সোমবার সকালে ভোটগ্রহণ শুরু হতেই গোলমালের খবর আসতে শুরু করে বিভিন্ন এলাকা থেকে। বুথ দখল করে ব্যাপক ছাপ্পা দিচ্ছে তৃণমূল, অভিযোগ করা হয় বিজেপি এবং বামেদের তরফে। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে সংঘর্ষও শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।
ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি উলুবেড়িয়ায় এ দিন পথ অবরোধও করে। দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল যান চলাচল। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। বিজেপি তফসিলি মোর্চার হাওড়া (গ্রামীণ) জেলা কমিটির সভাপতি মোহন রানাকে আটক করে পুলিশ।