Advertisement
E-Paper

বাঙালির এ বারেও পদ্ম একাদশ! তবে ‘শ্রী’-তেই অভিযান শেষ, বিভূষণ এবং ভূষণের ১৮ জনের সম্মানতালিকায় নেই এক জনও

রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের পদ্মসম্মানপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বছর পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন মোট ১৩১ জন। তাঁদের মধ্যে ১১ জন বঙ্গভাষী ও বঙ্গবাসী রয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:০৭
(উপরে বাঁ দিক থেকে) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অশোককুমার হালদার, গম্ভীর সিংহ ইয়োন‌জ়োনে এবং হরিমাধব মুখোপাধ্যায়। (মাঝে বাঁ দিক থেকে) রবিলাল টুডু, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখোপাধ্যায়। (নীচে বাঁ দিক থেকে) জ্যোতিষ দেবনাথ, কুমার বসু, মহেন্দ্রনাথ রায় এবং সরোজ মণ্ডল।।

(উপরে বাঁ দিক থেকে) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অশোককুমার হালদার, গম্ভীর সিংহ ইয়োন‌জ়োনে এবং হরিমাধব মুখোপাধ্যায়। (মাঝে বাঁ দিক থেকে) রবিলাল টুডু, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখোপাধ্যায়। (নীচে বাঁ দিক থেকে) জ্যোতিষ দেবনাথ, কুমার বসু, মহেন্দ্রনাথ রায় এবং সরোজ মণ্ডল।। — ফাইল চিত্র।

পদ্মসম্মানে এ বারেও বঙ্গ-একাদশ!

রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ বছরের পদ্মসম্মানপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বছর পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন মোট ১৩১ জন। তাঁদের মধ্যে ১১ জন বঙ্গভাষী ও বঙ্গবাসী রয়েছেন। তবে, এই ১১ জনের প্রত্যেকেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। পশ্চিমবঙ্গের কেউ এ বারের পদ্মবিভূষণ ও পদ্মভূষণ প্রাপকের তালিকায় স্থান পাননি।

প্রতি বারের মতোই ২০২৬-এও সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, ব্যবসা, সমাজসেবা— নানা পেশার সঙ্গে যুক্ত মানুষকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে। পদ্মশ্রী পাচ্ছেন বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩৫০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দার পাশাপাশি বেশ কয়েকটি সিরিজ়েও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রসেনজিতের নাম রয়েছে এ বারের পদ্মপ্রাপকদের তালিকায়।

শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোককুমার হালদার। মালদহের অশোক কর্মজীবন শুরু করেছিলেন রেলের নিরাপত্তাকর্মী হিসাবে। পরে দলিত সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। পদ্মসম্মানের তালিকায় তাঁর নামও রয়েছে।

শিল্পকলায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয়েছে বিখ্যাত নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়কে। ছ’দশক ধরে ষাটেরও বেশি নাটক পরিচালনা করেছেন দক্ষিণ দিনাজপুরের এই শিল্পী। লিখেছেন বহু নাটক। অভিনয় করেছেন। নাটক পরিচালনা করেছেন আঞ্চলিক ভাষাতেও। জগমোহন মজুমদার ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের শিষ্য হরিমাধব শহরের গণ্ডি ছাড়িয়ে নাটককে গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন। ২০২৫-এর মার্চে ৮৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। এ হেন হরিমাধবকে মরণোত্তর পদ্মসম্মান দেওয়া হচ্ছে।

পূর্ব বর্ধমানের তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথকেও দেওয়া হচ্ছে পদ্মশ্রী। গত প্রায় চার দশক ধরে জামদানি শিল্পী হিসাবে খ্যাতিলাভ করেছেন জ্যোতিষ। ১০ হাজারেরও বেশি তাঁতশিল্পীকে কাজ শিখিয়েছেন হাতেকলমে। তাঁর নামও রয়েছে পদ্মপ্রাপকদের তালিকায়।

পদ্মশ্রী পাচ্ছেন তবলাবাদক কুমার বসু। বেনারস ঘরানার এই শিল্পী ২০০৭ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। রাজ্য সরকারের তরফেও পুরষ্কৃত হয়েছেন কলকাতার এই তবলাবাদক।

বীরভূমের কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। কাঁথাসেলাইয়ের জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। ২০,০০০-এরও বেশি মহিলাকে কাজ শিখিয়ে স্বনির্ভর হতে সাহায্য করেছেন তৃপ্তি। এর আগেও তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিনি বঙ্গশ্রী পুরষ্কার, জাতীয় পুরষ্কার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের ‘শিল্পগুরু’ পুরষ্কার পেয়েছেন। এ বার পদ্মশ্রীর পালকও জুড়ছে তাঁর মুকুটে।

পদ্মসম্মান দেওয়া হচ্ছে বাংলার সন্তুরবাদক তরুণ ভট্টাচার্যকে। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য হৃদ্‌রোগের চিকিৎসক সরোজ মণ্ডলও পদ্মশ্রী পাচ্ছেন। সাহিত্য ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী দেওয়া হচ্ছে সাঁওতালি ভাষার স্বনামধন্য সাহিত্যিক রবিলাল টুডুকে। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পদ্মসম্মান পাচ্ছেন রসায়নের অধ্যাপক ও গবেষক মহেন্দ্রনাথ রায়। একই বিভাগে পদ্মপুরস্কার পাচ্ছেন দার্জিলিঙের শিক্ষাবিদ তথা সমাজকর্মী গম্ভীর সিংহ ইয়োন‌জ়োনে।

গত বছর পদ্মপ্রাপকদের তালিকায় বাংলা থেকে ছিলেন গায়ক অরিজিৎ সিংহ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতাশঙ্কর, সরোদবাদক তেজেন্দ্রনারায়ণ মজুমদার, এসবিআই-এর প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য প্রমুখেরা। সব মিলিয়ে গত বারেও ১১ জন বঙ্গতনয় ও বঙ্গবাসীর নাম ছিল পদ্মসম্মানের তালিকায়। এ বছরও বঙ্গ থেকে একাদশ জনই সেই তালিকায় ঠাঁই পেয়েছেন।

শুধু বাংলার নয়, সারা ভারতের মোট ১৩১ জন গণ্যমান্য ব্যক্তিত্বকে এ বার পদ্মসম্মানের তালিকায় রাখা হয়েছে। পাঁচ জনকে পদ্মবিভূষণ এবং ১৩ জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে। কেরলের প্রয়াত মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনকেও দেওয়া হয়েছে পদ্মবিভূষণ। পদ্মভূষণ পেয়েছেন সঙ্গীতশিল্পী অলকা যাজ্ঞিক, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন এবং আমেরিকা নিবাসী টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ। ভারতীয় ক্রিকেটের দুই তারকা ক্যাপ্টেন রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌরেরও নাম রয়েছে পদ্মশ্রীপ্রাপকদের তালিকায়।

প্রসঙ্গত, একই দিনে অশোক চক্র সম্মানও ঘোষণা করেছে কেন্দ্র। এ বার অশোক চক্র সম্মানে ভূষিত হয়েছেন মহাকাশচারী শুভাংশু শুক্ল। বীরত্বের জন্য দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুক্লকে। উল্লেখ্য, এর আগে আর এক মহাকাশচারী তথা উইং কমান্ডার রাকেশ শর্মাও অশোক চক্র পেয়েছিলেন।

Padma Awards Padma Award Padmashree Award
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy