Advertisement
E-Paper

মনোনয়ন পর্বেই এল আধাসেনা

নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছে, উপনির্বাচনে ১০-১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। পড়শি বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা থেকে আধাসেনা আসবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০২:৩৩
মনোনয়ন পর্বের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল পশ্চিমবঙ্গে।—ফাইল চিত্র।

মনোনয়ন পর্বের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল পশ্চিমবঙ্গে।—ফাইল চিত্র।

কালিয়াগঞ্জ, খড়্গপুর (সদর) এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। সেই মনোনয়ন পর্বের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল পশ্চিমবঙ্গে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছে, উপনির্বাচনে ১০-১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। পড়শি বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা থেকে আধাসেনা আসবে। প্রয়োজনে বাহিনীর বহর বাড়তেও পারে। এক কর্তা বলেন, ‘‘কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ এর মধ্যেই একটি ছবি দিয়ে করিমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানাপাড়ার ওসি সুমিত ঘোষের বিরুদ্ধে কমিশনে পক্ষপাতের অভিযোগ করেছে বিজেপি। তাদের অভিযোগ, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রচারে গিয়েছেন থানাপাড়ার ওসি। কমিশন এই বিষয়ে জেলা প্রশাসনের রিপোর্ট চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) দফতরের পদস্থ অফিসারেরা। আইনশৃঙ্খলা, তথ্যপ্রযুক্তি, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিয়ো-সম্মেলন করার কথা ওই দফতরের কর্তাদের।

Para Military By Election Karimpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy