বিজেপি বিধায়কদের ছেড়ে যাওয়া বিধানসভার আটটি অ্যাসেম্বলি এবং স্ট্যান্ডিং কমিটির শীর্ষপদে শুক্রবার নতুন নাম ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবারই বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়, তবে হাজির ছিলেন না কোনও বিজেপি বিধায়ক।
সাংবাদিক বৈঠকে পার্থ জানান, বিধানসভার লেবার কমিটির চেয়ারম্যান পদে মনোজ টিগ্গার জায়গায় এলেন মদন মিত্র। মিহির গোস্বামীর জায়গায় চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর। অশোক কীর্তনিয়ার পরিবর্তে চেয়ারম্যান পদে পান্নালাল হালদার। কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে আব্দুল খালেক মোল্লা। নিখিল রঞ্জন দে-র জায়গায় রুকবানুর রহমান। বিষ্ণুপ্রাসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত। দীপক বর্মন জায়গায় অশোক চট্টোপাধ্যায়।