Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Partha Chatterjee

শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ‘ভুয়ো’, অভিযোগ পার্থের

সুপ্রিম কোর্টের আদেশের উল্লেখ করে ওই বিজ্ঞাপনে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিংয়ের কথা বলা হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৫:০৭
Share: Save:

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি বিজ্ঞাপন নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করছে শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গ নবপর্যায় অর্গানাইজার শিক্ষক সংগঠন নামে একটি প্রতিষ্ঠান গত ১৩ মার্চ সংবাদপত্রে এ সংক্রান্ত বিজ্ঞাপনটি দেয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘ওই বিজ্ঞাপনটি সম্পূণ ভুয়ো। সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইন মতো পদক্ষেপ করবে শিক্ষা দফতর।’’

সুপ্রিম কোর্টের আদেশের উল্লেখ করে ওই বিজ্ঞাপনে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিংয়ের কথা বলা হয়েছে। বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের নামও ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই ওই বিজ্ঞাপন ঘিরে জেলায় জেলায় বিভ্রান্তি তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পর্ষদের তরফে এইরকম কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি।’’ মানিকবাবুও জানিয়েছেন, বিজ্ঞাপনটি ভুয়ো।

যে এজন্সির মাধ্যমে সংবাদপত্রে বিজ্ঞাপনটি এসেছিল তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে তাদের বিশেষ কিছু করার থাকে না। তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখে সংবাদমাধ্যমে প্রকাশের কাজ করে থাকেন। তবে পশ্চিমবঙ্গ নবপর্যায় অর্গানাইজার শিক্ষক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সংগঠনের তরফে যে ব্যক্তি এজন্সির সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপনের ‘ওয়ার্ক অর্ডার’ দিয়েছেন বলে জানানো হয় তাঁর ফোন বন্ধ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee Advertisement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE