কলকাতায় ফিরে এসেছেন শ্রীজাত। রবিবার দুপুরে তাঁর কলকাতা ফেরার নির্দিষ্ট উড়ানের বদলে সাত-সকালে অন্য উড়ানে শিলচর ছাড়তে হয় তাঁকে। কিন্তু শনিবার সন্ধ্যায় শিলচরের একটি হোটেলে তাঁর অনুষ্ঠান ভন্ডুল করে ভাঙচুর-গোলমালের ঘটনায় এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। স্থানীয় পুলিশের বক্তব্য, কী হয়েছে তা নিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি। আক্রান্ত কবির নিরাপত্তার দিকটাই তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছিলেন।
কিন্তু শিলচরের এই অভিজ্ঞতা সব মিলিয়ে তাঁর জীবনেও অভূতপূর্ব বলে মনে করছেন শ্রীজাত। সোশ্যাল মিডিয়ায় অকথ্য গালিগালাজ, হুমকি আগে টের পেয়েছেন। এর আগে একবার শিলিগুড়িতেও গেরুয়া-বাহিনীর রোষের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবু শ্রীজাত বলছিলেন, ‘‘এমন একটা পরিস্থিতি অভাবনীয়! সারা রাত চোখের পাতা এক করতে পরিনি।’’
এক জন কবির কবিতা পছন্দ হয়নি বলে এমন তাণ্ডবে দেশের সার্বিক অসহিষ্ণু আবহেরই ছবি উঠে আসছে বলে মনে করছেন অনেকেই। বর্ষীয়ান কবি শঙ্খ ঘোষ রবিবার বলেন, ‘‘গোটা দেশ জুড়ে যে স্পর্ধিত অনাচার চলছে, তার সাম্প্রতিকতম উদাহরণ শিলচরে এই হামলা। এমন একটা অবস্থার প্রতিবিধানের জন্য গোটা সাংস্কৃতিক জগতের পক্ষ থেকে সমবেত প্রতিবাদ আজ জরুরি।’’