সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের তফসিলি শংসাপত্র নিয়ে অভিযোগ সংবলিত আবেদন গৃহীত হল আদালতে। তফসিলি জাতির জন্য সংরক্ষিত ওই আসনে উপনির্বাচন আজ, বুধবার। তৃণমূল প্রার্থীর তফলসিলি শংসাপত্র ‘ভুয়ো’, এই মর্মে কলকাতা হাই কোর্টের উত্তরবঙ্গ সার্কিট বেঞ্চে রিট পিটিশন দায়ের করেছিলেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ।
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই উপনির্বাচন এবং তার এবং ফলপ্রকাশে কোনও স্থগিতাদেশ দেননি। তবে তিনি মামলা খারিজ করেননি। বিচারপতি জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হলেও তাঁর তফসিলি শংসাপত্র ভুয়ো বলে দেখা গেলে বিধায়ক-পদ বাতিল হবে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৫ নভেম্বর। এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘‘সিতাই বিধানসভার নির্বাচকমণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, এই অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী, আইনজীবী হরিহর রায় সিংহকে নির্বাচিত করুন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)