মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছেন নিলম্বিত (সাসপেন্ড) হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান-বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাটি দায়ের করেন এক আইনজীবী। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।
অযোধ্যায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে ওই একই নামের মসজিদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত জানিয়েছেন ভরতপুর কেন্দ্রের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন। এই ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে হুমায়ুনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানান তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, দল আর হুমায়ুনের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না। তবে সাসপেনশনের কথা জানার পর হুমায়ুন দাবি করেছেন, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন দল তৈরির ঘোষণা করবেন। ৬ ডিসেম্বর মসজিদের শিলান্যাস সংক্রান্ত কর্মসূচিও অপরিবর্তিত থাকছে বলে জানান তিনি। বৃহস্পতিবারই মসজিদের জমি চিহ্নিত করেন হুমায়ুন। ইতিমধ্যে হাই কোর্টে মামলা দায়ের হল।