দেশকে আত্মনির্ভর করতে সাহায্য করতে পারেন আইআইটির পড়ুয়ারাই। কারণ তাঁদের সেই ক্ষমতা আর দক্ষতা আছে। আইআইটি খড়গপুরের ৬৬তম সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের স্বার্থে তাই এখন থেকেই আইআইটি পড়ুয়াদের গবেষণা ও আবিষ্কারের কাজ শুরু করতে বললেন মোদী। বললেন, ‘‘সমস্যার সমাধান করাই হোক আপনাদের মূল লক্ষ্য। মনে রাখতে হবে আত্মত্যাগই বড় শক্তি। একবার ব্যর্থ হলে থেমে গেলে চলবে না। ব্যর্থতাকে সদর্থক ভাবে নিয়ে দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করতে হবে।’’
দিল্লি থেকে খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের তিনি বলেন, ভারত আত্মনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে। কোভিড পরবর্তী কালে দেশকে সব দিক থেকে স্বনির্ভর করে তুলতে চাইছে। তবে তার জন্য প্রযুক্তি আর বিজ্ঞানে উন্নতি জরুরি। দেশের মানুষের কথা ভেবে তাদের জন্য গবেষণা ও আবিষ্কার করে আইআইটির পড়ুয়ারা সেই চাহিদা মেটাতে পারেন।
পড়ুয়াদের মোদী বলেন, নতুন ভারত গড়তে হবে। আগামী দিনের প্রয়োজনের কথা মাথায় রেখে আবিষ্কার করতে হবে। ‘‘এমন বিষয়ে গবেষণা করুন বা আবিষ্কার করুন, যার সুবিধা মানুষ সরাসরি কাজে লাগাতে পারবে।’’ উত্তরাখণ্ডের প্রসঙ্গ তুলে মোদী বলেন, ‘‘বিপর্যয় মোকাবিলায় আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে হবে। আপনাদের নিজস্ব চিন্তাভাবনা আছে। আপনারা এখন থেকেই কাজ শুরু করে দিতে পারেন। আপনাদের এই কাজ যেমন দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তেমনই আমরা যে আত্মনির্ভর ভারত গড়তে চাইছি, দেশকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত করতে চাইছি, সেই উদ্দেশ্যও সফল করতে সাহায্য করবে।’’