Advertisement
০৬ ডিসেম্বর ২০২৪
Madrasa Service Commission

মেয়ো রোডে মাদ্রাসার চাকরিপ্রার্থীদের অনশন তুলে দিল পুলিশ, বলপ্রয়োগের অভিযোগ

বহুদিন ধরেই চাকরির দাবি জানিয়ে আসছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হবু শিক্ষকরা।

মেয়ো রোডে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের অনশন। —নিজস্ব চিত্র।

মেয়ো রোডে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের অনশন। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৩:৪৯
Share: Save:

মেয়ো রোডে জোর করে মাদ্রাসা চাকরিপ্রার্থীদের অনশন তুলে দেওয়ার অভিযোগ উঠল। অনশন তুলতে পুলিশ বলপ্রয়োগ করেছে বলে দাবি মাদ্রাসা কমিশনের হবু শিক্ষকদের। এই ঘটনার প্রতিবাদে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সাবিনা ইয়াসমিন নামের এক অনশনকারী বলেন, ‘‘এ দিন ভোর ৫টা নাগাদ পুলিশের একটি দল অনশনস্থলে এসে হাজির হয়। মহিলা-পুরুষ নির্বিশেষে সব আন্দোলনকারীকে হটানোর চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে কয়েকজনকে মারধরও করে।’’ পুলিশের মারে ৫-৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। তাঁদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

বহুদিন ধরেই চাকরির দাবি জানিয়ে আসছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হবু শিক্ষকরা। তাঁদের দাবি, ২০১৩ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি ঘোষণা করেছিল, তাতে ৩ হাজার ১৮৩ শূন্যপদ দেখানো হয়েছিল। তা সত্ত্বেও মাত্র দু’হাজারের কাছাকাছি নিয়োগ হয়েছে। কম পক্ষে ২ হাজার ৬০০ শূন্যপদে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তা হয়নি। পরীক্ষায় পাস করেছিলেন যাঁরা, তাঁদের আর তালিকাভুক্তও করা হয়নি। দীর্ঘ দিন ধরে এই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছিলেন হবু শিক্ষকরা। তাতে কোনও সুরাহা না হওয়ায় চলতি সপ্তাহের বুধবার মেয়ো রোডে প্রেসক্লাবের কাছে অনশনে বসেন তাঁরা। মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন। তার মধ্যেই বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ সেখানে তাঁদের উপর পুলিশ চড়াও হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, সরতে না চাইলে তাঁদের মারধর করে পুলিশ।

আরও পড়ুন: মেয়ো রোডেই অনশন মাদ্রাসা কর্মপ্রার্থীদের

আরও পড়ুন: সারদা কাণ্ডের কল রেকর্ডস দিচ্ছে না এয়ারটেল-ভোডাফোন! সিবিআই-এর নালিশে নোটিস সুপ্রিম কোর্টের​

এর আগে, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে বলে প্রায় একমাস ধরে মেয়ো রোডে অনশনে বসেছিলেন ৪০০ এসএসসি চাকরিপ্রার্থী। নির্বাচন মিটলে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে বুধবার তাঁদের আশ্বাস দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পর অনশন উঠে যায়। তবে ওই দিনই মেয়ো রোডে অনশনে বসেন মাদ্রাসা চাকরিপ্রার্থীরা।

তাঁদের জোর করে তুলে দেওয়ার তীব্র নিন্দা করেথে শিক্ষা এবং সামাজিক সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন ‘আওয়াজ’। পড়ুয়াদের নিয়ে শনিবার বিকেলে ৩টেয় প্রেসক্লাবের সামনে বিশেষ প্রতিবাদ সভার ডাক দিয়েছে তারা। তাতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে বিভিন্ন সংগঠনকেও। প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর-ও।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর জানতে পড়ুন আমাদের রাজ্য বিভাগ।)

অন্য বিষয়গুলি:

Madrasa Service Commission Hunger Strike Mayo Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy