ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ফেসবুকে লাইভে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে নদিয়ার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস। তিনি নদিয়ার বাসিন্দা। নিজেকে নেটপ্রভাবী (সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার) বলে পরিচয় দিতেন।
পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করেছিলেন বিশ্বজিৎ। অভিযোগ, সেই ভিডিয়োয় তিনি দেশের সেনাবাহিনী সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন বলে অভিযোগ। এর পরেই বিশ্বজিৎকে গ্রেফতারের দাবি ওঠে সমাজমাধ্যমে। নদিয়ার ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই শুক্রবার রাতে আড়ংঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার দুপুরে ধৃতকে রানাঘাট আদালতে হাজির করানো হয়েছিল। তবে গ্রেফতারের পর শনিবার সকালে অভিযুক্ত যুবক দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে।