আনুষ্ঠানিক ভাবে বিবাহ বিচ্ছেদ না-করেই নিজের ব্যক্তিগত সহায়ক ঋতিকা গিরির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়, এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে সম্প্রতি হিরণ নিজেই বারণসীর ঘাটে ঋতিকার সঙ্গে বিয়ের রীতি পালনের ছবি ‘পোস্ট’ করেছিলেন। এর পরেই অনিন্দিতা আনন্দপুর থানায় হিরণ ও ঋতিকার বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন-সহ নানা ধারায় বিধায়কের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋতিকার বিরুদ্ধেও মামলা হয়েছে। তাঁর বক্তব্যের জন্য ফোন করা হলেও উত্তর দেননি হিরণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)