Advertisement
১৯ মে ২০২৪

থানায় বাবুল গরহাজির হলেও নরম পুলিশ

পুলিশের তলবে সাড়া দিয়ে মঙ্গলবার যে তিনি আলিপুর থানায় হাজিরা দিতে পারবেন না, সে কথা আগেই লিখিত ভাবে তাদের জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আলিপুর থানায় এ দিন তিনি যানওনি। তাৎপর্যপূর্ণ ভাবে পুলিশও তাতে কোনও কড়া অবস্থান নেয়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ০২:৫৩
Share: Save:

পুলিশের তলবে সাড়া দিয়ে মঙ্গলবার যে তিনি আলিপুর থানায় হাজিরা দিতে পারবেন না, সে কথা আগেই লিখিত ভাবে তাদের জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আলিপুর থানায় এ দিন তিনি যানওনি। তাৎপর্যপূর্ণ ভাবে পুলিশও তাতে কোনও কড়া অবস্থান নেয়নি। এক পুলিশকর্তার কথায়, ‘‘কাউকে তলব করা হলে তিনি যদি নির্ধারিত দিনে পুলিশের কাছে হাজিরা না দেন, তা হলেই তাঁকে গ্রেফতার করা যাবে— এমন কোনও আইন নেই। আর তা ছাড়া, বাবুল সুপ্রিয় তো জানিয়েছিলেন, তিনি আসতে পারবেন না! পরের নির্ধারিত দিনে তিনি কী করেন, দেখা যাক।’’ পর্যবেক্ষকরা এর মধ্যে রাজনীতির অঙ্ক দেখছেন। তাঁদের বক্তব্য, হতে পারে, শাসক দলের নির্দেশেই বাবুলের ব্যাপারে ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোচ্ছে পুলিশ। প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রের মানহানি করার অভিযোগের বিষয়ে বাবুলকে তলব করেছিল পুলিশ। বাবুল এ দিন বলেন, ‘‘আমি পুলিশকে জানিয়েছি, ৯ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের পরে তাঁদের এবং আমার দু’পক্ষেরই সুবিধা হবে এ রকম একটি তারিখ ঠিক করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমায় মিথ্যে মামলায় ফাঁসিয়ে হেনস্থা করতে দেব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babul Supriyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE