ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের পূর্বাঞ্চলের প্রাক্তন চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রূপালি বসুকে মঙ্গলবার ফুলবাগান থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।
মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় ওই হাসপাতালের বর্তমান সিইও রানা দাশগুপ্তকেও। তবে দু’জনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। দুপুরের দিকে থানায় যান রানা দাশগুপ্ত। বিকেলের পরে রূপালি। তদন্তকারীদের দাবি, দু’জনেই তদন্তে সহযোগিতা করেছেন।
এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ফুলবাগান থানায় ঢোকেন রানা দাশগুপ্ত। থানার ওসি এবং অতিরিক্ত ওসি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। লালবাজার সূত্রের খবর, সঞ্জয়ের চিকিৎসা শুরু হতে দেরি হওয়ার কারণ সম্পর্কে রানাবাবুর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি তদন্তকারীরা।